Covid 19 : করোনা পজিটিভ 'নদিম-শ্রাবণ' সঙ্গীত পরিচালক জুটির শ্রাবণ রাঠোর, অবস্থা আশঙ্কাজনক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
শ্রাবণর বন্ধু তথা গীতিকার সমীর জানিয়েছেন তিনি ডায়াবেটিক ৷ আর তাঁর ফুসফুসের অবস্থা খুব খারাপ ৷ তাঁর হার্টেও সমস্যা রয়েছে ৷
শ্রাবণর বন্ধু তথা গীতিকার সমীর জানিয়েছেন তিনি ডায়াবেটিক ৷ আর তাঁর ফুসফুসের অবস্থা খুব খারাপ ৷ তাঁর হার্টেও সমস্যা রয়েছে ৷ সমীরের আর্জি, সকলে জন্য শ্রাবণের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন ৷ সঙ্গীত পরিচালকের ছেলে সঞ্জীব রাঠোর জানিয়েছেন তাঁর বাবাকে মহিম এলাকার রাহেজা হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, "বাবার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক"।
advertisement
নদিমকে সঙ্গে নিয়ে গত শতাব্দীর শেষ দশকে বলিউডে কার্যত রাজত্ব করেন শ্রাবণ ৷ একের পর এক হিট গান তাঁদের পরিচালনায় তৈরি হয়েছে ৷ তাঁদের সুর করা গান যে সিনেমাগুলিতে ব্যবহার হয়েছে, সেই সিনেমাগুলিও জনপ্রিয় হয়েছিল ৷ আশিকি, সাজন, দিওয়ানা, পরদেশ, সের্ফ তুম ইত্যাদি ছবিতে তাঁদের জুটির গান আপামর শ্রোতার মন কেড়েছে। মাইলস্টোন তৈরী করেছে সঙ্গীত ঘরানাতেও।
advertisement
Location :
First Published :
April 19, 2021 10:11 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 : করোনা পজিটিভ 'নদিম-শ্রাবণ' সঙ্গীত পরিচালক জুটির শ্রাবণ রাঠোর, অবস্থা আশঙ্কাজনক