হোম /খবর /বিদেশ /
বাদুড়ে করোনা ভাইরাসে নতুন ব্যাচ খুঁজে পেলেন চিনা বিজ্ঞানীরা -রিপোর্ট

বাদুড়ে করোনা ভাইরাসে নতুন ব্যাচ খুঁজে পেলেন চিনা বিজ্ঞানীরা -রিপোর্ট

chinese researchers find batch of new coronaviruses in bats know details- Reuters

chinese researchers find batch of new coronaviruses in bats know details- Reuters

চিনের উহান থেকে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেলেও এর উৎপত্তি কোথায় গত দেড় বছর ধরে তা রহস্যাবৃত৷

  • Last Updated :
  • Share this:

#ওয়াশিংটন: করোনা ভাইরাস ( COVID-19) কোথা থেকে এসেছে এখনও সেই তদন্তের সূত্র মেলেনি কিন্তু এরমধ্যেই চিনা বিজ্ঞানীরা ফের করোনাভাইরাসের নতুন ব্যাচ (a batch of new coronaviruses) খুঁজে পেলেন৷

এখনও অবধি নতুন পাওয়া ভাইরাস এখনও অবধি বাদুড়ের সঙ্গে জিনগতভাবে COVID-19 virus মিল দেখেছে৷ এই খবর প্রকাশ করেছে  সিএনএন (CNN)৷

বিজ্ঞানীরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম চিন দেখিয়েছে বাদুড়দের মধ্যে কতরকমের করোনা ভাইরাস রয়েছে আর কতগুলি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে৷ জার্নাল সেলে প্রকাশিত খবর অনুযায়ি সানডং বিশ্ববিদ্যালয় (Shandong University) চিনা বিজ্ঞানীরা বলেছেন, ‘‘মোট আমরা ২৪ ধরণের নভেল করোনা ভাইরাস জিন বিভিন্ন প্রজাতির বাদুড়ে পাওয়াগেছে যার চারপ্রকার SARS-CoV-2 -র মতো ভাইরাস৷ ’’

স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে ২০১৯-র মে মাস থেকে নভেম্বর ২০২০ অবধি৷ বাদুড়ের মুখ থেকে সংগ্রহ করা লালা এবং টয়লেট , পটিতে পরীক্ষা চালিয়েছে৷ চিনা বিজ্ঞানীদের মতে একটি ভাইরাস বাদুড়ের শরীরে পাওয়া একটি ভাইরাসের সঙ্গে ভীষণ কাছাকাছি৷ বর্তমানে বিশ্ব জুড়ে যে অতিমারি চলছে তা SARS-CoV-2 -র মতোই৷ বলা হয়েছে, ‘‘স্পাইক প্রোটিনে সামাণ্য জেনেটিক পার্থক্য ছাড়া এটা SARS-CoV-2 -র ভীষণ কাছাকাছি, একই রকম একটি নবের মতো স্ট্রাকচার কোষের সঙ্গে যুক্ত হয়ে যায় যখন ভাইরাস প্রবেশ করে৷ ’’

তারা আরও জানিয়েছেন, ‘‘থাইল্যান্ডে ২০২০-র জুনে পাওয়া SARS-CoV-2 সংক্রান্ত ভাইরাস পরিষ্কার দেখাচ্ছে যে বাদুড়দের মধ্যে এটা রয়েছে আর কিছু জায়গায় এটা পরিমাণে বেশি হতে পারে৷ ’’

WHO গবেষণা শুরু করেছিল কোভি়ড ১৯  (COVID-19) এর সূত্র জানার জন্য তারা আবেদন করেছিল একটি পরিষ্কার, স্বচ্ছ . তথ্যপ্রমাণ ভিত্তিক রিসার্চের৷ বর্তমানে এই রিসার্চের ফল আরও বড় রিসার্চের দিকে ইঙ্গিত দিচ্ছে৷ চিনের উহান থেকে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেলেও এর উৎপত্তি কোথায় গত দেড় বছর ধরে তা রহস্যাবৃত৷

Published by:Debalina Datta
First published:

Tags: Coronavirus