বাদুড়ে করোনা ভাইরাসে নতুন ব্যাচ খুঁজে পেলেন চিনা বিজ্ঞানীরা -রিপোর্ট

Last Updated:

চিনের উহান থেকে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেলেও এর উৎপত্তি কোথায় গত দেড় বছর ধরে তা রহস্যাবৃত৷

#ওয়াশিংটন: করোনা ভাইরাস ( COVID-19) কোথা থেকে এসেছে এখনও সেই তদন্তের সূত্র মেলেনি কিন্তু এরমধ্যেই চিনা বিজ্ঞানীরা ফের করোনাভাইরাসের নতুন ব্যাচ (a batch of new coronaviruses) খুঁজে পেলেন৷
এখনও অবধি নতুন পাওয়া ভাইরাস এখনও অবধি বাদুড়ের সঙ্গে জিনগতভাবে COVID-19 virus মিল দেখেছে৷ এই খবর প্রকাশ করেছে  সিএনএন (CNN)৷
বিজ্ঞানীরা জানিয়েছেন দক্ষিণ পশ্চিম চিন দেখিয়েছে বাদুড়দের মধ্যে কতরকমের করোনা ভাইরাস রয়েছে আর কতগুলি মানুষের মধ্যে ছড়িয়ে পড়তে পারে৷ জার্নাল সেলে প্রকাশিত খবর অনুযায়ি সানডং বিশ্ববিদ্যালয় (Shandong University) চিনা বিজ্ঞানীরা বলেছেন, ‘‘মোট আমরা ২৪ ধরণের নভেল করোনা ভাইরাস জিন বিভিন্ন প্রজাতির বাদুড়ে পাওয়াগেছে যার চারপ্রকার SARS-CoV-2 -র মতো ভাইরাস৷ ’’
advertisement
advertisement
স্যাম্পেল সংগ্রহ করা হয়েছে ২০১৯-র মে মাস থেকে নভেম্বর ২০২০ অবধি৷ বাদুড়ের মুখ থেকে সংগ্রহ করা লালা এবং টয়লেট , পটিতে পরীক্ষা চালিয়েছে৷ চিনা বিজ্ঞানীদের মতে একটি ভাইরাস বাদুড়ের শরীরে পাওয়া একটি ভাইরাসের সঙ্গে ভীষণ কাছাকাছি৷ বর্তমানে বিশ্ব জুড়ে যে অতিমারি চলছে তা SARS-CoV-2 -র মতোই৷ বলা হয়েছে, ‘‘স্পাইক প্রোটিনে সামাণ্য জেনেটিক পার্থক্য ছাড়া এটা SARS-CoV-2 -র ভীষণ কাছাকাছি, একই রকম একটি নবের মতো স্ট্রাকচার কোষের সঙ্গে যুক্ত হয়ে যায় যখন ভাইরাস প্রবেশ করে৷ ’’
advertisement
তারা আরও জানিয়েছেন, ‘‘থাইল্যান্ডে ২০২০-র জুনে পাওয়া SARS-CoV-2 সংক্রান্ত ভাইরাস পরিষ্কার দেখাচ্ছে যে বাদুড়দের মধ্যে এটা রয়েছে আর কিছু জায়গায় এটা পরিমাণে বেশি হতে পারে৷ ’’
WHO গবেষণা শুরু করেছিল কোভি়ড ১৯  (COVID-19) এর সূত্র জানার জন্য তারা আবেদন করেছিল একটি পরিষ্কার, স্বচ্ছ . তথ্যপ্রমাণ ভিত্তিক রিসার্চের৷ বর্তমানে এই রিসার্চের ফল আরও বড় রিসার্চের দিকে ইঙ্গিত দিচ্ছে৷ চিনের উহান থেকে প্রথম করোনা সংক্রমণের খবর পাওয়া গেলেও এর উৎপত্তি কোথায় গত দেড় বছর ধরে তা রহস্যাবৃত৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাদুড়ে করোনা ভাইরাসে নতুন ব্যাচ খুঁজে পেলেন চিনা বিজ্ঞানীরা -রিপোর্ট
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement