China Lab Coronavirus: চিনের ল্যাবেই তৈরি হয়েছে করোনাভাইরাস, দাবি US GOP রিপোর্টে

Last Updated:

আমেরিকার Foreign Affairs Committee of the Grand Old Party (GOP) প্রকাশিত রিপোর্টে দাবি করা হল- করোনাভাইরাস জিনগত পরিবর্তন করা ভাইরাস ৷ উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকেই এটি কোনওভাবে ছড়িয়ে পড়েছিল ৷

উহান: করোনাভাইরাসের উৎপত্তি কোথায় ? এই মারণ ভাইরাস হঠাৎ এল কোত্থেকে ? এই প্রশ্নের উত্তর গত দেড় বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন বিজ্ঞানীরা ৷ এবার ফের এই ভাইরাস ছড়ানোর জন্য চিনের ল্যাবকেই কাঠগড়ায় দাঁড় করানো হল ৷ আমেরিকার Foreign Affairs Committee of the Grand Old Party (GOP) প্রকাশিত রিপোর্টে দাবি করা হল- করোনাভাইরাস জিনগত পরিবর্তন করা ভাইরাস ৷ উহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির গবেষণাগার থেকেই এটি কোনওভাবে ছড়িয়ে পড়েছিল ৷
টেক্সাসের রিপাবলিকান আইনপ্রণেতা মাইকেল ম্যাকল করোনাভাইরাসের উৎসের সন্ধানে একটি তদন্ত অনেকদিন আগেই শুরু করেছিলেন ৷ পাশাপাশি আমেরিকার প্রশাসনও এই নিয়ে তদন্ত চালাচ্ছে ৷ যে ভাইরাস গোটা বিশ্বকে তছনছ করে দিয়েছে ৷ লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছেন ৷ সেই ভাইরাসের উৎস জানা অত্যন্ত প্রয়োজন বলেই মনে করছেন বিশেষজ্ঞ থেকে আম-আদমি সকলেই ৷ একাধিক সূত্র থেকে নেওয়া খবর অনুযায়ী রিপাবলিকান কমিটি এই সিদ্ধান্তে পৌঁছেছে, যে উহানের গবেষণাগারেই পরীক্ষা চলছিল ৷ সেখানে ভাইরাস ও ব্যাকটেরিয়ার জিনগত পরিবর্তন করে তার সংক্রমণ ক্ষমতা বাড়ানো হয়েছিল ৷ তার পর একে কীভাবে ঠকানো যায়, সেই পরীক্ষাও করা হচ্ছিল ৷ কিন্তু ল্যাবে যথাযোগ্য নিরাপত্তা ব্যবস্থা ছিল না ৷ তারপরেই ঘটে যায় বিপদ ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
China Lab Coronavirus: চিনের ল্যাবেই তৈরি হয়েছে করোনাভাইরাস, দাবি US GOP রিপোর্টে
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement