কিম জং উন ও তাঁর পরিবারকে গোপনে করোনার ভ্যাকসিন দিল চিন; জল্পনা জারি!
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
জাপানের গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর দাবি৷
#নয়াদিল্লি: উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ও তাঁর পরিবারকে পরীক্ষামূলক ভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এবং এই ভ্যাকসিন প্রয়োগের পিছনে রয়েছে চিন। সম্প্রতি এ কথা জানালেন জনৈক মার্কিন বিশেষজ্ঞ। এ ক্ষেত্রে জাপানের দুটি গোয়েন্দা সংস্থার প্রসঙ্গও উঠে এসেছে।
ওয়াশিংটনের সেন্টার ফর ন্যাশনাল ইন্টারেস্ট থিঙ্ক ট্যাঙ্কের বিশেষজ্ঞ হ্যারি ক্যাজিয়ানিস জানিয়েছেন, ইতিমধ্যেই কিম জং উন ও উত্তর কোরিয়ার বেশ কয়েকজন শীর্ষ আধিকারিককে করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে কোন সংস্থার তরফে এই ভ্যাকসিন দেওয়া হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ভ্যাকসিনেশন আদৌ কতটা নিরাপদ বা কিম ও অন্যান্যদের শরীরে ভ্যাকসিনটির কোনও প্রভাব পড়েছে কি না, সেই সম্পর্কেও এখনও কিছুই জানা যায়নি।
advertisement
একটি অনলাইন আউটলেট 19FortyFive-এ লেখা এক নিবন্ধের মাধ্যমে ক্যাজিয়ানিস জানিয়েছেন, বিগত দুই-তিন সপ্তাহের মধ্যেই কিম জং উন, তাঁর পরিবারের সদস্য ও বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আধিকারিকের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আর এই কাজের পিছনে রয়েছে চিন। চিনের সরকারের উদ্যোগেই ভ্যাকসিন সরবরাহ ও তা প্রয়োগের কাছ সম্পন্ন হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইতিমধ্যেই চিনের মোট তিনটি সংস্থা করোনা ভাইরাসের ভ্যাকসিনের উপরে গবেষণা করছে। এগুলি হল সিনোভ্যাক বায়োটেক লিমিটেড, ক্যানসিনোবায়ো ও সিনোফার্ম গ্রুপ।
advertisement
advertisement
সূত্রে খবর, সিনোফার্ম-সহ বাকি দুটি সংস্থার তরফে এ পর্যন্ত ভ্যাকসিনের ফেজ থ্রি ক্লিনিকাল ট্রায়াল শুরু করা হয়নি। তবে, চিনের প্রায় এক মিলিয়ন লোকের উপরে সিনোফার্ম সংস্থার তৈরি ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। কিন্তু, উত্তর কোরিয়ার শাসক পরিবারের ভ্যাকসিনেশন প্রসঙ্গ নিয়ে এই সংস্থাগুলির তরফে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, এর মাঝেই একাধিক সংস্থার ভ্যাকসিন ডেভেলপ সিস্টেম হ্যাক হওয়ার বিষয়টি মাথাচাড়া দিয়ে উঠেছে। গতমাসেই Microsoft-এর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছিল, বেশ কয়েকটি দেশের ভ্যাকসিন ডেভেলপের নেটওয়ার্ক ট্র্যাক করার চেষ্টা করছে উত্তর কোরিয়ার দু'টি হ্যাকিং গ্রুপ। এই তালিকায় রয়েছে ব্রিটিশ ড্রাগমেকার অ্যাস্ট্রাজেনেকাও। এই পরিস্থিতিতে কিম জং উনের ভ্যাকসিনেশন ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে স্বাভাবিক ভাবেই!
Location :
First Published :
December 01, 2020 5:50 PM IST