শুরু হয়নি গোষ্ঠী সংক্রমণ মত কেন্দ্রের, দিল্লি সরকারের হিসেবে জুলাইয়ের শেষে করোনা সংক্রমিত হবে সাড়ে পাঁচ লক্ষ

Last Updated:

সোমবারই লেফটানেন্ট গভর্নর দিল্লি সরকারের করোনা -র জন্য হাসপাতাল ও প্রাইভেট নার্সিংহোমের বেড রিজার্ভ রাখার সিদ্ধান্ত খারিজ করে দেন ৷

#নয়াদিল্লি: কেন্দ্র থেকে আসা আধিকারিকরা জানিয়ে দিলেন দিল্লিতে করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ নেই ৷ এদিক দিল্লিতে উপ মুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া করোনা সংক্রমণের বৃদ্ধি নেয়ে উষ্মা প্রকাশ করেছেন ৷
দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি-র একটি সভার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর মণীশ শিশোদিয়া জানিয়েছেন ৩১ জুলাই অবধি শুধু দিল্লিতেই আক্রান্তের সংখ্যা হবে সাড়ে পাঁচ লক্ষের বেশি ৷ অন্য দিকে জুলাইয়ের শেষে শুধুমাত্র কোভিডের চিকিৎসার জন্যেই ৮০ হাজার শয্যা লাগবে ৷
শিশোদিয়া সংবাদমাধ্যমকে জানান, ‘কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন দিল্লিতে কোনও কমিউনিটি ট্রান্সমিশন নেই ৷ ’ দিল্লি সরকার চেয়েছে রাজ্য সরকারি ও প্রাইভেট হাসপাতাল কোনটিতেই দিল্লির বাইরের মানুষের করোনা চিকিৎসা যেন না হয় ৷ দিল্লি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে লেফটেন্যান্ট গভর্নর নিজের রায় দিয়েছেন ৷
advertisement
advertisement
এদিকে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন মঙ্গলবার জানিয়েছিলেন দিল্লিতে সংক্রমণের যে নতুন কেসগুলি আসছে সেগুলির ক্ষেত্রে কীভাবে সংক্রমণ হয়েছে তা জানা যাচ্ছে না৷
জুনের শেষে করোনা সংক্রমণে যে বিপুল সংখ্যায় বাড়তে চলেছে তার জন্য  কেজরি প্রশাসন তৈরি জানিয়েছেন তিনি ৷  এই প্রচুর সংখ্যা বৃদ্ধির জেরে কী তাহলে দিল্লিতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেছে এই প্রশ্নের উত্তরে অবশ্য তিনি জানিয়েছেন এই বিষয়টি নিয়ে কেন্দ্র নিজেদের মত জানিয়েছে ৷
advertisement
তিনি বলেছেন, ‘গোষ্ঠী সংক্রমণ হল করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় স্তর , দিল্লিতে যে নতুন কেসগুলি আসছে তার অর্ধেকের সংক্রমণ কীভাবে হচ্ছে তা বোঝা যাচ্ছে না ৷ ’
সোমবার দিন করোনা সংক্রমণের নতুন রেকর্ড করেছেন নয়াদিল্লি ৷ সেখানে নতুন করে সংক্রমিত হয়েছে ১০০৭ জন ৷ যার জেরে মোট সংক্রমিত ২৯ হাজার ৷ দিল্লিতে করোনার জেরে মৃত্যু হয়েছে ৮৭৪ জনের ৷
advertisement
দিল্লির লেফটন্যান্ট গর্ভনর অনিল বাইজাল একটি সর্বদল বৈঠক ডেকেছে ৷ যেখানে দিল্লিতে করোনা সংক্রমণ নিয়ে কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা করা হবে ৷
একদিকে করোনা সংক্রমণ নিয়ে যেমন উদ্বেগ হচ্ছে ঠিক তেমনিই রাজনৈতিক চাপানউতোরও চলছে ৷ এদিকে সোমবারই লেফটানেন্ট গভর্নর দিল্লি সরকারের করোনা -র জন্য হাসপাতাল ও প্রাইভেট নার্সিংহোমের বেড রিজার্ভ রাখার সিদ্ধান্ত খারিজ করে দেন ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শুরু হয়নি গোষ্ঠী সংক্রমণ মত কেন্দ্রের, দিল্লি সরকারের হিসেবে জুলাইয়ের শেষে করোনা সংক্রমিত হবে সাড়ে পাঁচ লক্ষ
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement