Lockdown 4: রেড, অরেঞ্জ না গ্রিন- জোন নির্ধারণের ক্ষমতা এল রাজ্যের হাতে

Last Updated:

রাজ্যগুলির যুক্তি ছিল, বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কোন জেলায় কী অবস্থা রয়েছে তা স্থানীয় প্রশাসন এবং রাজ্যগুলির পক্ষে বুঝে সেই অনুযায়ী জোন নির্ধারণ করা অনেক সহজ৷

#নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যের দাবি মেনে লকডাউন ৪-এ রাজ্যগুলির হাতে আরও বেশি ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, কোন জেলাকে কোন জোনের আওতায় রাখা হবে, সংশ্লিষ্ট রাজ্যের সরকারই তা ঠিক করতে পারবে৷ কেন্দ্র শাসিত অঞ্চলের ক্ষেত্রে তা ঠিক করবে স্থানীয় প্রশাসন৷ এতদিন কোন জেলাকে রেড, অরেঞ্জ বা গ্রিন জোনে রাখা হবে, তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক করছিল৷ যে পদ্ধতি নিয়ে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য আপত্তি জানিয়েছিল৷
রাজ্যগুলির যুক্তি ছিল, বাস্তব পরিস্থিতির ভিত্তিতে কোন জেলায় কী অবস্থা রয়েছে তা স্থানীয় প্রশাসন এবং রাজ্যগুলির পক্ষে বুঝে সেই অনুযায়ী জোন নির্ধারণ করা অনেক সহজ৷ এর ফলে করোনা পরিস্থিতি মোকাবিলা করতেও রাজ্যগুলির সুবিধে হবে বলেই দাবি করেছিল রাজ্যগুলি৷ এমন কী প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীদের সর্বশেষ বৈঠকেও এই দাবি জানিয়েছিল কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রী৷
advertisement
শুধু জোন নির্ধারণ নয়, কন্টেইনমেন্ট জোন বাদে আন্তঃ রাজ্য বাস এবং অন্যান্য যাত্রীবাহী যান চলাচল শুরু করার ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলের উপরই ছাড়া হয়েছে৷ রাজ্যের মধ্যে বাস চলাচলের ক্ষেত্রেও একই নির্দেশ দেওয়া হয়েছে৷ সার্বিকভাবে চতু্র্থ দফার লকডাউনে রাজ্যগুলির হাতে আরও ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Lockdown 4: রেড, অরেঞ্জ না গ্রিন- জোন নির্ধারণের ক্ষমতা এল রাজ্যের হাতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement