#জয়পুর: করোনা সারবে বলে দাবি করে বাজারে ওষুধ এনেছিল বাবা রামদেবের সংস্থা পতঞ্জলি৷ সংস্থার এই দাবি ঘিরে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক৷ এবার রামদেবের সংস্থার সেই ওষুধ করোনিল নিয়ে মামলা গড়াল রাজস্থান হাইকোর্টে৷ এই ওষুধের প্রচার এবং বিক্রি বন্ধ করার দাবি জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেছেন জনস্বার্থ মামলা দায়ের হয়েছে৷ এস কে সিং নামে এক আইনজীবী এই মামলাটি করেছেন৷ আগামী সপ্তাহেই এই আবেদনের শুনানি হতে পারে৷
হাইকোর্টে দায়ের করা জনস্বার্থ মামলায় আবেদনকারী অভিযোগ করেছেন, করোনিল নামে এই ওষুধটির ট্রায়াল পর্বে সব নিয়ম মানা হয়নি৷ ট্রায়ালের আগে সরকারি অনুমতি নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে৷ ফলে এই ওষুধটির লাইসেন্স সহ অন্যান্য সরকারি প্রক্রিয়াগুলি নিয়ে সমস্যা না মিটছে, ততদিন পর্যন্ত রাজস্থানে ওষুধটির প্রচার এবং বিক্রির উপরে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করার আবেদন জানানো হয়েছে৷
পতঞ্জলির তরফে যে হাসপাতালের ৫০ জন রোগীর উপরে করোনিলের পরীক্ষা করার দাবি জানানো হয়েছিল, সেই হাসপাতাল কর্তৃপক্ষকেও এই মামলায় যুক্ত করা হয়েছে৷ এর পাশাপাশি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক, পতঞ্জলি আয়ুর্বেদ, আইসিএমআর, রাজস্থান সরকার এবং স্বাস্থ্য বিভাগকে এই মামলার অংশীদার করা হয়েছে৷ গত শুক্রবার রাজস্থানের জয়পুরের জ্যোতিনগর থানায় করোনিল ওষুধটি নিয়ে বিভ্রান্তিকর প্রচারের অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল৷ সেই এফআইআর-এ বাবা রামদেব সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Baba Ramdev, Coronavirus, Coronil, Patanjali