#Coronavirus। করোনা ভাইরাস আতঙ্ক, পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর বিদেশ সফর

Last Updated:

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতির জেরেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে এবার বাতিল হয়ে গেল প্রধানমন্ত্রীর বিদেশ সফর। বেলজিয়ামের ব্রাসেলস-এ অনুষ্ঠিত ভারত- ইউরোপিয়ান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন না নরেন্দ্র মোদি। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতির জেরেই সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার এ দিন বলেন, 'ভারত এবং ইউরোপিয়ান ইউনিয়ন পারস্পরিক সম্মতির ভিত্তিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রাসেলস সফর পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাস নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
এরই মধ্যে দিল্লির শিক্ষামন্ত্রী মনীশ সিসোদিয়া জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণ রুখতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ৩১ মার্চ পর্যন্ত সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখা হবে। এ দিন করোনা ভাইরাস নিয়ে আলোচনার সময় লোকসভাও উত্তপ্ত হয়ে ওঠে। যার জেরে সাত কংগ্রেস সাংসদকে সাসপেন্ড করেন অধ্যক্ষ ওম বিড়লা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন অবশ্য দাবি করেছেন, প্রধানমন্ত্রী নিজে করোনা ভাইরাস পরিস্থিতির উপরে নজর রাখছেন। বুধবারই নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, করোনা সংক্রমণ রুখতে এবছর হোলি খেলবেন না তিনি। একই সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus। করোনা ভাইরাস আতঙ্ক, পিছিয়ে গেল প্রধানমন্ত্রীর বিদেশ সফর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement