#মুম্বই: করোনা ভাইরাস (Coronavirus In India) সংক্রমণের ত্রাস চলছেই৷ করোনা সেরে যাওয়ার পরেও একের পর এক সমস্যা আসছে৷ রোগীদের মধ্যে পোস্ট কোভিড সমস্যা অত্যন্ত মারাত্মক হয়ে উঠছে৷ সম্প্রতি মাইকোরমিউকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস (Black Fungus) -র প্রচুর কেস সামনে এসেছে৷ এবার একটা নতুন রোগ সামনে আসছে যার নাম অ্যাভাসকুলার নেক্রোসিস -এভিএন (Avascular necrosis- AVN) ৷ এই রোগে বোন ডেথ অর্থাৎ হাড়ের মৃত্যু হিসেবে দেখা হয়৷ এই রোগে হাড় গলতে শুরু করে৷ এর কারণ হাড়ের টিস্যুতে সঠিক ভাবে রক্ত সঞ্চালন হয় না৷ মহারাষ্ট্রের রাজধানী মুম্বইতে এই রোগের ইতিমধ্যেই তিনটি কেস সামনে এসেছে৷ চিকিৎসকদের আশঙ্কা সামনে কিছু সময়ে এটা বাড়তে পারে৷ ব্ল্যাক ফাঙ্গাস ও অ্যাভাসকুলার নেক্রোসিস মামলা-র মূল কারণ স্টেরয়েড ড্রাগস৷ কোভিড রোগীদের সুস্থ করার জন্য অনেকক্ষেত্রেই স্টেরয়েড ড্রাগস ব্যবহার করা হয়৷
সর্বভারতীয় সংবাদপত্র টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ি মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ৪০ বছরের কম বয়সী তিন রোগীর এই মুহূর্তে চিকিৎসা চলছে৷ কোভিড থেকে সেরে ওঠার পর তাদের এই অসুস্থতার সূত্রপাত৷ মাহিমের হিন্দুজা হাসপাতালের চিকিৎসক নির্দেশক ডক্টর সঞ্জয় আগরওয়াল বলেছেন, ‘‘এদের ফিমার বোন (উরুর সবচেয়ে উঁচু হাড়) ব্যথা হচ্ছিল, যাঁদের এই অবসুবিধা চিহ্নিত হয়েছে তারা সকলেই চিকিৎসক তাই তারা সরাসরি হাসপাতালে চিকিৎসার জন্য আসেন৷ ’’ এই অসুস্থতা কার্টিকোস্টেরয়েডের কারণে হচ্ছে৷ এই অসুস্থতা নিয়ে বিএমজে কেস স্টাডিজ নামের রিসার্চ পেপারে লেখা বেরিয়েছে৷ এরমধ্যে তিনি বলেছেন কোভিড ১৯ -র মামলা জীবনদায়ী কার্টিকোস্টেরয়েডের বেশি ব্যবহারের জন্য এই এভিএনের মামলা সামনে আসছে৷ এই রোগের বৃদ্ধিও হবে৷ রিপোর্ট অনুযায়ি কিছু অন্য অর্থপেডিক স্পেশালিস্ট অর্থাৎ অস্থি বিশেষজ্ঞ জানিয়েছেন কোভিডের পর বেশ কিছু রোগীর মধ্যে এই সমস্যা হচ্ছে৷সিভিল হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, ‘‘ যে রোগী দীর্ঘদিন কোভিড আক্রান্ত রয়েছেন তাঁদের চিকিৎসার জন্য স্টেরয়েড প্রয়োজন এটা চিন্তার বিষয়৷ রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্য রাহুল পণ্ডিত বলেছেন এবেস্কুলর নেক্রোসিসের মামলা সামনে এসেছে৷ তাঁর মতে সামনের এক -দু মাসে এরকম আরও কেস সামনে আসতে পারে৷ কারণ এভিএন স্টেরয়েড ব্যবহারের পাঁচ থেকে ছয় মাস বাদে হতে পারে৷ কোভিড ১৯ -র দ্বিতীয় ওয়েভের সময় এপ্রিল থেকে বিভিন্ন জায়গায় রোগীদের সারাতে প্রচুর পরিমাণে স্টেরয়েড ব্যবহার করা হয়েছে৷ সামনে আরও এইরকম আরও কেস আসতে পারে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus