‘#মুম্বই: করোনা ভাইরাস সংক্রমণে দেশে ত্রাহি ত্রাহি অবস্থা ৷ গরীব-বড়লোক, গ্রাম, শহর কিছুই দেখছে না , মারণ রোগের সংক্রমণে রোজই হাজার হাজার মানুষ নতুন করে সংক্রমিত হচ্ছে ৷ ভারতের মধ্যে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে ৷ বি টাউন থেকে একের পর এক সংক্রমণের খবর আসছে ৷ শনিবার খবর এসেছে অমিতাভ বচ্চন-অভিষেক বচ্চন- করোনা আক্রান্ত৷ রবিবার করোনা পজিটিভ হয়েছেন ঐশ্বর্য -আরাধ্যা৷ অনুপম খেরের মা-সহ বাড়ির ৪ জন হয়েছেন করোনা পজিটিভ ৷ রেখার বাড়ির সুরক্ষা কর্মী করোনা আক্রান্ত হয়েছেন ৷
এই আবহে গুজবও রটছে আরও অনেকের করোনা সংক্রমণের ৷ একদিন আগেই নীতু কাপুরের সংক্রমণের খবর রটলে মেয়ে ঋধিমা প্রতিবাদ করে জানিয়েছিলেন তাঁর পরিবারের কেউ করোনা আক্রান্ত হয়নি ৷ এবার রবিবার আবার জোর রটে যায় ড্রিম গার্ল হেমা মালিনী করোনা আক্রান্ত হয়েছেন ৷ পাশাপাশি করোনা সংক্রমিত হয়ে তিনি হাসপাতালে ভর্তি এই খবরও ছড়ায় ৷
এই খবর ছড়ানো আটকাতে নিজে সোশ্যাল হ্যান্ডেলের সাহায্য নেন হেমা ৷ নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়ে ভিডিও পোস্ট করেন তিনি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Coronavirus, Hema malini