Bengal Coronavirus : আড়াই মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ দু'হাজারের কম, একদিনে মৃত্যু ৫০-এর কম

Last Updated:

রাজ্যে দৈনিক সংক্রমণ (Daily Covid Cases) নামল ২ হাজারের নীচে। যা গত ৩ এপ্রিলের পর সর্বনিম্ন। সঙ্গে দৈনিক মৃত্যুও (Corona Death) নামল ৫০-এর নীচে। কমল অ্যাক্টিভ কেসের সংখ্যাও।

স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিতদের মধ্যে ২৯৫ জন উত্তর ২৪ পরগনার (North 24 Parganas)। অর্থাৎ দৈনিক সংক্রমণের (Daily Corona Cases) নিরিখে এদিনও প্রথম স্থানে এই জেলা। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য হলেও কমেছে সংক্রমণ। উল্লেখযোগ্যভাবে দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূর্ব মেদিনীপুর। একদিনে সংক্রমিত সেখানকার ১৭৮ জন। তৃতীয় স্থানে কলকাতা ও হুগলি। নিম্নমুখী সেখানকার গ্রাফও। একদিনে নতুন করে আক্রান্তের সংখ্যা ১৭১ জন করে। ফের হাওড়া চতুর্থ স্থানে। সেখানে একদিনে সংক্রমিত ১৩০ জন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের করোনা (CoronaVirus) গ্রাফও নিম্নমুখী। তবে দার্জিলিংয়ে বাড়ছে সংক্রমণ। যা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়াচ্ছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১৪,৮৩,৫৮৬।
advertisement
সোমবারের বুলেটিন অনুসারে রাজ্যে মৃত্যু হয়েছে ৪২ জনের। গত ২০ এপ্রিলের পর রাজ্যে প্রথম ৫০-এর নীচে নামল দৈনিক মৃত্যু। এদিন উত্তর ২৪ পরগনায় ১০ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় ৯ জনের। হাওড়ায় ৫ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭,৩৯০।
advertisement
সোমবার রাজ্যে সুস্থ হয়েছেন ২,১১৩ জন। যার ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমেছে ২৭৬টি। রাজ্যে মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২২,৭৪০। রাজ্যে এদিন প্রায় ৪৮ হাজার করোনার নমুনা পরীক্ষা হয়েছে। সুস্থতার হার সামান্য বেড়ে হয়েছে ৯৭.৩০ শতাংশ। সংক্রমণের হার কমে হয়েছে ৩.৯৩ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Bengal Coronavirus : আড়াই মাস পর রাজ্যে দৈনিক সংক্রমণ দু'হাজারের কম, একদিনে মৃত্যু ৫০-এর কম
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement