২-১ দিনের মধ্যেই বাজারে আসছে Cipla-র Remdesivir, দামও আয়ত্তের মধ্যেই

Last Updated:

প্রবল চাহিদার মুখে অসাধু ব্যবসায়ীরা ৪০ হাজার টাকা দিয়েও এই ওষুধ বিক্রি করেছেন

#নয়াদিল্লি: বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি Cipla নিজেদের Remdesivir ভার্সন ভারতে লঞ্চ করতে চলেছে আগামী ২-১ দিনের মধ্যেই ৷ কোভিড ১৯ -র চিকিৎসায় এই ওষুধকে স্বীকৃতি দিয়েছে অনেকগুলি দেশ৷ ভারতেও এই ওষুধ ব্যবহারে অনুমতি মিলেছে ৷ জানানো হয়েছে, দমনের Sovereign Pharma নিজেদের প্রথম ব্যাচ রিলিজ করে দিয়েছে ৷ এই ওষুধটাই Cipla- 'Cipremi'. এই ব্র্যান্ড নেমেই বাজারে আনছে ৷
সিপলা - বিডিআর ফার্মাকে রেমডিসিভারের প্রস্তুত করার জন্য চুক্তি করেছে ৷ এরা আবার সাবকন্ট্র্যাক্ট দিয়েছে Sovereign Pharma-র কাছে ৷ মুম্বইয়ের বিডিআর ফার্মা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট বানায় ৷ যা ওষুধ তৈরির জন্য ব্যবহার করা হয়৷ এখন কোভিড ১৯ রোগীদের চিকিৎসার জন্য আপদকালীন ব্যবহারের জন্য অনুমতি পেয়েছে ৷
এই ওষুধ ট্রায়াল হিসেবে করোনা রোগীদের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ তবে এই মুহূর্তে ঠিক কতটা এই জীবনদায়ী ওষুধ বানানো হচ্ছে তার পরিমাণ জানানো যাবে না ৷ তবে মার্কেটে এই ওষুধের এই মুহূর্তে যা চাহিদা রয়েছে তার তুলনায় যোগান অনেকটাই কম মানছে তারা ৷
advertisement
advertisement
কোম্পানি জানিয়েছে, এই মুহূ্র্তে এক মাসে ৯৫ হাজার ভয়াল তৈরি করার ক্ষমতা রয়েছে তাদের ৷ সিপলা এই ওষুধের একটি ভয়ালের দাম রেখেছে ৪ হাজার টাকা(approx) ৷ এ দিকে এরইমধ্যে সিপলা নিজেই যাতে এই ওষুধ তৈরি করতে পারে তার জন্য নিজেদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হচ্ছে ৷
এ দিকে  Cipla ছাড়া Hetero Pharma-ও remdesivir বানাচ্ছে । তাদের প্রতি ভয়ালের দাম ৫৪০০ টাকা ৷ এরা এখনও পর্যন্ত দেশে ২০ হাজার ভয়াল সাপ্লাই করেছে ৷
advertisement
এই ওষুধের জন্য নিয়মিত প্রেসক্রিপশনের সংখ্যা বাড়ছে ৷ মাঝারি লক্ষণ থেকে অধিক লক্ষণ যুক্ত রোগীদের এই ওষুধ দেওয়া হচ্ছে ৷ একজন রোগীর প্রায় ৬ টি করে ভয়াল ওষুধ লাগছে ৷ এ দিকে এই প্রবল চাহিদার মুখে অসাধু ব্যবসায়ীরা ৪০ হাজার টাকা দিয়েও এই ওষুধ কিনেছেন ৷
সিপলা-র পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এমনভাবে ব্যবস্থা করছেন যাতে এই ওষুধ স্বচ্ছ্বভাবে রোগীদের কাছে পৌঁছে যায় ৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
২-১ দিনের মধ্যেই বাজারে আসছে Cipla-র Remdesivir, দামও আয়ত্তের মধ্যেই
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement