Arvind Kejriwal Announced Delhi Unlock 3: সোমবার থেকে দিল্লিতে আনলক ৩, কী কী খুলছে ও কোনটা বন্ধই থাকছে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সোমবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আনলক ৩ (Delhi Unlock 3.0) ঘোষণা করেছেন।
#নয়াদিল্লি: গত তিন মাসে সর্বোচ্চ নেমেছে রাজধানী দিল্লির করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ (Delhi Coronavirus)। যার জেরে সোমবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) আনলক ৩ (Delhi Unlock 3.0) ঘোষণা করেছেন। তবে সরকারের তরফে কিছুটা বিধিনিষেধ এখনও রাখা হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল রবিবারই জানিয়েছেন, সোমবার ভোর ৫টা থেকে সব কিছুই প্রায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে কয়েকটি কাজে রয়েছে বাধা, কিছু জায়গায় রয়েছে করোনার কড়া বিধিনিষেধ।
করোনাভাইরাসের বাড়বাড়ন্তের কারণে গত ১৯ এপ্রিল থেকে দেশের রাজধানী দিল্লিতে লকডাউন ঘোষণা করা হয়েছিল। তার পর থেকে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী লকডাউনে সময়সীমা বাড়িয়েছে সরকার। শেষ কয়েকদিনে করোনার দৈনিক সংক্রমণ লাগাতার কমতে থাকার ফলেই এবার শুরু হয়েছে আনলক পর্যায়। গত ৩১ মে থেকেই ধাপে ধাপে আনলক করছে দিল্লি সরকার।
রবিবার দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ২৫৫ জন নতুন করোনা রোগী ধরা পড়েছেন। এখনও পর্যন্ত দিল্লিতে ১৪,৩১,১৩৯ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। গত একদিনে ২৪ জনের করোনায় মৃত্যু হয়েছে, যার ফলে দিল্লির মোট করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ২৪,৮২৩ জনে।
advertisement
advertisement
সোমবার থেকে Unlock-3.0-তে কী কী খুলছে দিল্লিতে?
সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সমস্ত বাজারহাট খোলা। ৫০ শতাংশ লোক নিয়ে রেস্তোরাঁ খোলা হচ্ছে। সেলুন ও সাপ্তাহিক দিল্লির বাজার খোলা হবে। একেকটি মিউনিসিপ্যাল জোনে একটি করে সাপ্তাহিক বাজার খোলা যাবে। ধর্মীয় স্থান সব খুলে দেওয়া হবে। তবে কোনও মানুষে সেখানে যেতে পারবেন না। স্কুল, কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হবে। রাজনৈতিক ও সামাজিক জনসমাগম বন্ধ রাখা হবে। সুইমিং পুল, জিম, স্পা, পাবলিক পার্ক এখনও বন্ধ থাকবে। ২০ জনের বেশি কোনও বিয়েবাড়িতে যেতে পারবেন না। গণপরিবহণ খুলবে ৫০ শতাংশ লোক নিয়ে। মেট্রো খুলবে একই নিয়মে। অটোয় ২ জন, খুলবে ট্যাক্সিও।
view commentsLocation :
First Published :
June 14, 2021 10:23 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Arvind Kejriwal Announced Delhi Unlock 3: সোমবার থেকে দিল্লিতে আনলক ৩, কী কী খুলছে ও কোনটা বন্ধই থাকছে?

