#জামাইকা: 'ভ্যাকসিন মৈত্রী' (Vaccine Maitri) কর্মসূচিতে জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড (Covishield ) টিকা পাঠিয়েছে ভারত৷ করোনা প্রতিষেধক পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের স্টার ক্রিকেটার আন্দ্রে রাসেল (Andre Russell) ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi)৷
জামাইকার ভারতীয় দূতাবাস ড্রে রাসের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে৷ রাসেল সেখানে বলেছেন, "আমি প্রধানমন্ত্রী মোদী ও ভারতীয় হাই কমিশনকে অনেক বড় ধন্যবাদ জানাতে চাইষ৷ প্রতিষেধক এখানে এসে গিয়েছে৷ আমরা সত্যিই রোমাঞ্চিত৷ আমি দেখতে চাই যে, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গিয়েছে৷ জামাইকার মানুষ ভারতের এই উদ্যেগের প্রশংসা করছেন, এখন ভারত-জামাইকা ভাই-ভাই৷ সবাই ওখানে নিরাপদে থাকুন৷ শান্তি বজায় থাক৷"
'I want to say a big thank you to PM @narendramodi & @hcikingston. The #COVID19 Vaccines are here & we are excited.' @PMOIndia '#India & #Jamaica - We are more than close, we are now brothers'. WI Cricketer Andre Russell praises #VaccineMaitri @Russell12A @DrSJaishankar pic.twitter.com/LhGi5OQeED
— India in Jamaica (@hcikingston) March 16, 2021
অক্সফোর্ড ইউনিভার্সিটি এবং ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার মিলিত গবেষণায় তৈরি হয়েছে করোনা ভাইরাসের টিকা ‘কোভিশিল্ড’। সেই টিকা ভারতে উৎপাদন করছে পুণের সিরাম ইনস্টিটিউট। ভারত এই কোভিশিল্ডই পাঠিয়েছে প্রতিবেশী রাষ্ট্রগুলিকে৷
মলদ্বীপ, ভুটান, নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারত করোনা টিকা সরবরাহ করেছে মায়ানমার ও সিশিলিসেও৷ পাকিস্তান ব্যতীত এই ৬টি প্রতিবেশী দেশকে বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এসব ভ্যাকসিন বিতরণ করা হচ্ছে। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের নতুন 'হাতিয়ার' হয়ে উঠছে প্রতিষেধক। গোটা বিশ্ব ভারতের এহেন কাজের ভূয়সী প্রশংসা করেছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।