#নেল্লোর: করোনা সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ লকডাউনের গাইডলাইনের সঙ্গেই প্রধানমন্ত্রীর অনুরোধ ছিল লকডাউনে কারোর জীবিকা যেন কাড়া না হয় ৷ এই কয়েকমাসে আয়ের পথ বন্ধ থাকলেও কাউকে যেন চাকরি থেকে তাড়ানো না হয় ৷ কিন্তু প্রধানমন্ত্রীর আর্জি সত্ত্বেও বাস্তব চিত্রটা অন্য ৷ ইতিমধ্যেই দেশের প্রায় ১৩ কোটি লোক চাকরি হারিয়েছেন বলছে সমীক্ষা ৷ তার মধ্যে রয়েছেন শিক্ষক পাট্টেম ভেঙ্কট সুব্বাইআহের ৷
লকডাউনে কর্পোরেট স্কুলের শিক্ষকতার চাকরি হারিয়ে এখন রাস্তায় রাস্তায় কলা বিক্রি করছেন তেলেগু ও সংস্কৃতের শিক্ষক সুব্বাইআহের ৷ ১৫ বছর ধরে শিক্ষকতা করার পর গোটা পরিবারের দু’বেলা দুমুঠো ভাত জোটাতে শিক্ষক এখন ফল বিক্রেতা ৷ স্কুল শিক্ষক হিসেবে মাসিক আয় ছিল ১৬,৮০০ টাকা ৷ আনকোরা কলাবিক্রেতার কাছে কলা বিক্রি করে চেয়েচিন্তে ২০০ টাকাও রোজগার করাও এখন খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে ৷
পাট্টেম ভেঙ্কট জানিয়েছেন, মার্চে লকডাউন ঘোষণা হতেই স্কুল কর্তৃপক্ষ এক ধাক্কায় বেতন অর্ধেক করে দেয় ৷ এখানেই শেষ নয়, বেতন ৫০ শতাংশ কমানোর পর পরই কয়েকজন শিক্ষককে চাকরি রাখতে বলা হয় কয়েকদিনের মধ্যে নতুন করে ৭-৮ জন ছাত্রকে স্কুলে ভর্তি করাতে হবে ৷ টার্গেট পূরণ না হলে স্কুলের দরজা সেই শিক্ষকের জন্য বন্ধ হয়ে যাবে বলেও হুমকি দেওয়া হয় ৷
চাকরি বাঁচাতে লকডাউনের মধ্যেই ছাত্র ভর্তির জন্য চেষ্টাও শুরু করে দেয় সুব্বাইআহের ৷ কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হয় ৷ তিনি জানিয়েছেন, করোনা আতঙ্কের কারণে কেউ তাঁকে বাড়িতে ঢুকতে দিতেই রাজি হয় না, স্কুলে ভর্তি তো অনেক দূরের কথা ৷ সময়সীমা শেষ হয়ে গেলে কোনও নতুন ছাত্র না আনতে পারার কারণে শর্ত অনুযায়ী চাকরি যায় ভাষা শিক্ষককের ৷
শুধু পেট চালানো নয়, পাট্টেম ভেঙ্কট সুব্বাইআহের কাঁধে সাড়ে তিন লাখ টাকা ঋণ শোধ করার চাপও রয়েছে ৷ দুই সন্তানের পিতা সুব্বাইআহের সম্প্রতি চিকিৎসার কারণে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন ৷ যার জন্য মাসে ৮ হাজার করে দিতে হয় তাঁকে ৷ আয় বন্ধ হতেই আকাশ ভেঙে পড়েছে তাঁর মাথায় ৷এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রে ৷ প্রশাসনের তরফে ঘটনার উপযুক্ত তদন্ত করে দেখার আশ্বাস মিলেছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Coronavirus, Covid ১৯, Home Lockdown, Lock Down, Stay Home, Teachers job cut, Teachers salary cut