Covid 19 cases rise in Bengal: একদিনে রাজ্যে আক্রান্ত প্রায় ৭০০, পুজোর ভিড়েই ফের বাড়ছে করোনা?

Last Updated:

পুজোর সময় ঠাকুর দেখার জন্য নাইট কারফিউ তুলে দেওয়ার পাশাপাশি বেশ কিছু বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য প্রশাসন (Covid 19 cases rise in Bengal after Durga Puja)৷

#কলকাতা: পুজো মিটতে না মিটতেই রাজ্যে করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৯০ (Covid 19 cases rise in Bengal)৷ গত চব্বিশ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের৷ পজিটিভিটি রেটও বেড়ে ৩ শতাংশে পৌঁছে গিয়েছে৷ যা চিকিৎসক এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ অনেকটাই বাড়িয়ে দিয়েছে (Coronavirus in Bengal)৷
পুজোর (Durga Puja 2021) সময় ঠাকুর দেখার জন্য নাইট কারফিউ তুলে দেওয়ার পাশাপাশি বেশ কিছু বিধিনিষেধ শিথিল করেছে রাজ্য প্রশাসন৷ আগামী ২০ অক্টোবর পর্যন্ত যা বজায় থাকবে৷ পুজোর ভিড়ের জেরে রাজ্যে করোনা সংক্রমণের হার বাড়তে পারে, এমন আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা৷
advertisement
advertisement
রাজ্য স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত চব্বিশ ঘণ্টায় কলকাতায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন৷ মৃত্যু হয়েছে দু' জনের৷ কলকাতার পাশাপাশি উত্তর চব্বিশ পরগণাতেও গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা একশো ছাড়িয়েছে৷ হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগণাতেও আক্রান্তের সংখ্যা পঞ্চাশের আশেপাশে৷ এই মুহূর্তে রাজ্যে করোনা রোগীর সংখ্যা ৭,৪১৬৷
করোনা সংক্রমণের এই ঊর্ধ্বমুখী গ্রাফ দেখেই চিন্তা বেড়েছে চিকিৎসক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের৷ চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের কথায়, পুজোর ভিড়ে যাঁরা সংক্রামিত হয়েছেন, আগামী কয়েকদিনের মধ্যে তাঁদের আরও অনেকের মধ্যেই উপসর্গ দেখা যাবে৷ তাছাড়া পুজোর ছুটি কাটিয়ে অনেক ল্যাবই এখনও পুরোদমে কাজ শুরু করেনি৷ তাই পর্যাপ্ত সংখ্যায় নমুনা পরীক্ষাও হচ্ছে না৷ ফলে স্বাভাবিক হারে নমুনা পরীক্ষা শুরু হলে করোনা আক্রান্তের সংখ্যা আরও বেশ কিছুটা বাড়বে বলেই আশঙ্কা প্রকাশ দীপ্তেন্দ্রবাবু৷ করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী গতি নিয়ন্ত্রণ করা যাবে কি না, আগামী তিন সপ্তাহেই তা পরিষ্কার হবে বলেও মনে করেন চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 cases rise in Bengal: একদিনে রাজ্যে আক্রান্ত প্রায় ৭০০, পুজোর ভিড়েই ফের বাড়ছে করোনা?
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement