ভিন রাজ্যে আটকে থাকা শ্রমিকদের এক হাজার টাকার সহায়তা, ঘোষণা মমতার
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
কিন্তু এত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে এলে যদি ফের সংক্রমণের সম্ভাবনা যদি বেড়ে যায়? মুখ্যমন্ত্রীর আশ্বাস, সমস্ত পরিযায়ী শ্রমিকদের পর্যবেক্ষণ করে তবেই প্রবেশাধিকার দেওয়া হবে।
#কলকাতা: দেশজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার লকডাউন। শুরুর দিনেই গোটা দেশকে চিন্তায় ফেলে দিয়েছেন পরিযায়ী শ্রমিকররা। বান্দ্রায় পরিযায়ী শ্রমিকদের ভিড় একদিকে যেমন সংক্রমণের আশঙ্কা বাড়িয়েছে। তেমনই এই শ্রমিকদের ভবিষ্যত নিয়েও চিন্তা বেড়েছে কেন্দ্র ও রাজ্যের। শুক্রবার নবান্ন থেকে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই পরিযায়ী শ্রমিকদের জন্যেই অনুদান ঘোষণা করলেন।
শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার যে স়ব পরিযায়ী শ্রমিকরা বাংলার আটকে রয়েছেন তাদের ১০০০ টাকা করে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর কথায়, এই টাকাটা দেওয়া হবে স্নেহের পরশ নামক স্কিমে।
কিন্তু এত পরিযায়ী শ্রমিক ভিন রাজ্য থেকে এলে যদি ফের সংক্রমণের সম্ভাবনা যদি বেড়ে যায়? মুখ্যমন্ত্রীর আশ্বাস, সমস্ত পরিযায়ী শ্রমিকদের পর্যবেক্ষণ করে তবেই প্রবেশাধিকার দেওয়া হবে।
advertisement
advertisement
এদিন রা্জ্যের লকডাউন নিয়ে পুলিশকে আরও কড়া হতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "১৪ দিনের মধ্যে রেড জোন থেকে হাওড়া ও কলকাতাকে অরেঞ্জ জোনে আনতে হবে।"
view commentsLocation :
First Published :
April 17, 2020 6:21 PM IST