আজমেঢ় ফেরত ১০ জনের শরীরেই করোনা! জানার পরই সিদ্ধান্ত বদল জেলা প্রশাসনের
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
গত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে, তাতে ঠেকে শিখছেন জেলা প্রশাসনের কর্তারা।
#মালদহ: আজমেঢ় থেকে জেলায় ফিরতেই নতুন সমস্যা। মালদহে ফেরা বেশ কয়েকজনের শরীরে মিলল করোনার ভাইরাস। তাদের নমুনা পজেটিভ আসার পর কৌশল বদলাচ্ছে মালদহ জেলা প্রশাসন।
আজমেঢ় ফেরত ১০ জনের শরীরে করোনা। ভিনরাজ্য থেকে যাঁরা মালদহের হরিশচন্দ্রপুরে ফিরেছেন, তাদের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। তারপরই সিদ্ধান্ত, বাইরে থেকে আসা সব মানুষকে সরকারি কোয়ারেন্টাইনে রাখবে মালদহ জেলা প্রশাসন। সরকারি কোয়ারেন্টাইনে স্বাস্থ্য পরীক্ষার পরই হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি মিলবে। পাশাপাশি নজরদারিও বাড়াচ্ছে জেলা প্রশাসন।
বাইরে থেকে যাঁরা ফিরছেন, তাঁরা কোভিড-19 মুক্ত, সে ব্যাপারে নিশ্চিত হয়েই এই হোম কোয়ারেন্টাইনে থাকার অনুমতি দেবে জেলা প্রশাসন। গত কয়েকদিনে যে ঘটনা ঘটেছে, তাতে ঠেকে শিখছেন জেলা প্রশাসনের কর্তারা।
advertisement
advertisement
চলতি মাসে আজমেঢ় থেকে মালদায় ফেরেন প্রায় ২৫০ জন৷ গৌড়কন্যা বাসস্ট্যান্ডে তাদের লালারসের নমুনা সংগ্রহ করা হয় ৷ তবে সরকারি কোয়ারেন্টাইন না করে গ্রামেন পাঠানো হয় ৷ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয় ৷
এদের মধ্যে কয়েকজনের নমুনা পজেটিভ আসার পরই সমস্যার শুরু। জেলা প্রশাসনের সিদ্ধান্তে ক্ষোভে ফুটছেন হরিশচন্দ্রপুরের মানুষ। অভিযোগ, হোম কোয়ারেন্টাইনে নিয়ম কিছুই মানা হয়নি।
advertisement
পুলিশও জেলাজুড়ে নজরদারি বাড়াচ্ছে ৷ আগামী কয়েকদিনে জেলায় ফিরবেন আরও অনেকে। পরিযায়ী শ্রমিকরাও ফিরবেন। তার জন্যই এখন থেকেই তৈরি থাকতে চাইছে জেলা প্রশাসন।
view commentsLocation :
First Published :
May 11, 2020 7:48 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আজমেঢ় ফেরত ১০ জনের শরীরেই করোনা! জানার পরই সিদ্ধান্ত বদল জেলা প্রশাসনের