রাজস্থানে নয়া ত্রাস, একাধিক রোগার শরীরে পাওয়া গেল Coronavirus-র Kappa ভ্যারিয়েন্ট

Last Updated:

রাজস্থানে করোনা ভাইরাসের(Coronavirus) সংক্রমণের ত্রাস ফের একবার নতুন মাত্রা নিল৷

#নয়াদিল্লি: রাজস্থানে  করোনা ভাইরাসের(Coronavirus) সংক্রমণের ত্রাস ফের একবার নতুন মাত্রা নিল৷ ডেল্টা প্লাসের (delta plus) পর এখানে ইতিমধ্যেই পাওয়া গেছে নতুনভাবে মিউটেশন হয়ে তৈরি হওয়া করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট (New variant) ৷ ইতিমধ্যেই সেখান কাপ্পা (kappa) ভ্যারিয়েন্টে সংক্রমিত ১১ জন নতুন রোগী পাওয়া গেছে৷ যারমধ্যে আলোয়ারে ৪ জন, জয়পুরে ৪ জন, বারমেরে ২ জন, ভিলওয়াড়াতে ১ জন ৷ এদের মধ্যে ৯ জন রোগীরে রিপোর্ট দিল্লিতে অবস্থিত আইজিআইবি ল্যাবরেটরি থেকে, ২ টি রিপোর্ট এসএমএ-র জিনোম সিকোয়েন্সিং থেকে পাওয়া গেছে৷ রাজ্যের স্বাস্থ্য সংক্রান্ত মন্ত্রী রঘু শর্মা নতুন ভ্যারিয়েন্ট পাওয়ার বিষয়টি সরকারিভাবে জানিয়েছেন৷ কাপ্পা ডেল্টা-র থেকে কিছুটা কম ভয়ানক৷ তবে নতুন ভ্যারিয়েন্ট আসা সব সময়েই ভয়ের৷ স্বাস্থ্য বিভাগে এই খবর জানিয়েছে৷
ডেল্টা ও ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের পর কাপ্পা এসেছে ভারতের বাজারে৷ স্বাস্থ্যমন্ত্রী ডক্টর রঘু শর্মা জানিয়েছেন তাঁদের রাজ্যে কোভিড ১৯ -র নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত ১১ জন রোগী পাওয়া গেছে৷ ডক্টর শর্মা জানিয়েছেন,  ১১ রোগীর মধ্যে আলোয়ারে ৪ জন, জয়পুরে ৪ জন, বারমেরে ২ জন, ভিলওয়াড়াতে ১ জন রয়েছেন৷ তিনি আরও জানিয়েছেন দিল্লি ও জয়পুরের ল্যাবরেটরি থেকে এই রিপোর্টগুলি কনফার্ম করা হয়েছে৷ তবে তাঁরা নতুন ভ্যারিয়েন্টের প্রাপ্তিতে যেমন ভীত ঠিক তেমনিই তারা একটু হলেও আশ্বস্ত কারণ ডেল্টা বা ডেল্টা প্লাসের থেকে কম খতরনাক এই কাপ্পা ভ্যারিয়েন্ট ৷
advertisement
মন্ত্রী রঘু শর্মা সাধারণ মানুষের কাছে সমস্ত অনুশাসন মেনে চলার নির্দেশ ফের একবার জারি করেছেন৷ তিনি আমজনতার কাছে আবেদন করেছেন করোনা প্রতিরোধকারী যে প্রকৃত ব্যবহারবিধি রয়েছে অনুশাসনপূর্বক তা মেনে চলা উচিত৷ তিনি জানিয়েছেন এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ আর সার্বিকভাবে রাজ্যে করোনা সংক্রমণ অনেকটাই কম রয়েছে৷ তাঁদের রাজ্যে গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র ২৮ টি নতুন সংক্রমণের ঘটনা সামনে এসেছে৷ এরমধ্যে জয়পুরে ১০ টি, বাঁরাং -এ ১টি, বিকানেরে -১, আলোয়ারে ৬, গঙ্গানগরে ২, নাগৌরে ২, সিকরে ৫, উদয়পুরে ১ ৷ বাকি জেলায় নতুন করে করোনা সংক্রমণের কোনও খবর পাওয়া যায়নি৷ গত ২৪ ঘণ্টায় ৭৬ জন করোনমুক্ত হয়েছেন এই মুহূর্তে গোটা রাজ্যে ৬১৩ জন অ্যাক্টিভ করোনা  রোগী রয়েছেন৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
রাজস্থানে নয়া ত্রাস, একাধিক রোগার শরীরে পাওয়া গেল Coronavirus-র Kappa ভ্যারিয়েন্ট
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement