করোনা রুখতে ৮ মাসেই বিশ্বরেকর্ড মার্কিন শিশুর !
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
ভ্যাকসিন গ্রহনের ক্ষেত্রে বয়সের বিধিনিষেধ থাকলেও এর তোয়াক্কা না করে ভ্যাকসিন নিয়ে বিশ্বরেকর্ড গড়েছে মাত্র ৮ মাস বয়সী এক শিশু। এনজো মিনকোলা নামের শিশুটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউপিস্টেট বাল্ডউইনসভিলের বাসিন্দা
তবে ভ্যাকসিন গ্রহনের ক্ষেত্রে বয়সের বিধিনিষেধ থাকলেও এর তোয়াক্কা না করে ভ্যাকসিন নিয়ে বিশ্বরেকর্ড গড়েছে মাত্র ৮ মাস বয়সী এক শিশু। এনজো মিনকোলা নামের শিশুটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ইউপিস্টেট বাল্ডউইনসভিলের বাসিন্দা। মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ৮ মাস বয়সী ওই শিশুটিকে ফাইজারের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাঁর বাবা-মায়ের সম্মতিতেই তাকে ভ্যাকসিন দিয়েছেন চিকিৎসকরা। ভ্যাকসিনের দু'টি ডোজ নেয়ার পর এখন পর্যন্ত ওই শিশুর শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। শুধু তাই নয়, ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের পুত্র সন্তান নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং খাওয়া-দাওয়া করছে বলে জানিয়েছেন এনজো মিনকোলার বাবা-মা।
advertisement
অন্যদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গত বুধবার থেকেই ফেডারেল সরকার ১২ বছরের কম বয়সীদের করোনার ভ্যাকসিন হিসেবে ফাইজারের ভ্যাকসিন গ্রহণের অনুমোদন দিয়েছে। এদিকে ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণে অংশ নেয়া শিশুদের মধ্যে ২ এবং ৬ বছর বয়সী শিশু থাকলেও এনজো কোলামিন হল এখন পর্যন্ত সর্বকনিষ্ঠ ভ্যাকসিন গ্রহণকারী সদস্য। এ বিষয়ে ইউপিস্টেটের পেডিয়াট্রিক এবং সংক্রামক রোগের চিকিৎসক ডা. জোসেফ ডোমাশোস্কে জানিয়েছেন, এনজো কোলামিনের বয়স পুরোপুরি ৮ মাস হওয়ার তিন সপ্তাহ আগেই তাঁকে ফাইজার ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়।
advertisement
advertisement
এছাড়াও গত বুধবার তাঁকে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়া হয়েছে। তবে এনজো কোলামিন ছাড়াও এই তালিকায় আরও ৫ জন শিশু ছিল যারা ফাইজারের ভ্যাকসিন নিয়েছে। তবে তাঁদের সবার বয়স এনজোর থেকে অনেকটাই বেশি বলে জানিয়েছেন ডা. জোসেফ ডোমাশোস্কে। শিশুটি এখন কিছুই বুঝতে পারবে না। কিন্তু পরে জানবে কী বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছে সে।
view commentsLocation :
First Published :
May 17, 2021 8:49 PM IST