নিজামুদ্দিনের ধর্মীয় সভায় যোগ দেওয়া কাটোয়ার পাঁচজন এখন কোয়ারেন্টাইনে

Last Updated:

ধর্মীয় সম্মেলনে যোগ দেওয়া পাঁচ বাঙালি এই মুহূর্তে দিল্লিতে কোয়ারেন্টাইনে

#নয়াদিল্লি: করোনা সন্দেহে কাটোয়ার ৫ জন ৷ দিল্লিতে গৃহপর্যবেক্ষণে কাটোয়ার ৫৷নিজামুদ্দিনে যোগ দেন কাটোয়ার থেকে যাওয়া ওই ৫ ব্যক্তি৷ ৫ জনের বাড়িতেই নজরদারি চালাচ্ছে পুরসভা, জানিয়েছেন পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ৷
দিল্লির নিজামউদ্দিনে তবলিঘি  জামাতে যোগ দেওয়া  কাটোয়া শহরের পাঁচ জনকে চিহ্নিত করা করা গিয়েছে। সকলেই কাটোয়া পুরসভা এলাকার বাসিন্দা। আবদুস সালাম সেখ,  শাকিল সেখের নাম জানা গেলেও বাকি তিনজনের নাম সঠিক  জানা যায়নি। কাটোয়ার পুরপ্রধান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়  জানান, দিল্লির  নিজামউদ্দিনে তবলিঘি জামাতে যোগ দিতে যাওয়া  কাটোয়ার পাঁচ জনের বাড়িতে আমরা নজর রাখছি। পাঁচজনেই এই মুহূর্তে  দিল্লির নিজামউদ্দিনের  বাঙ্গালেওয়ালি মার্কাজ মসজিদ সংলগ্ন   এলাকায়  সরকারি তত্বাবধানে  কোন হোম কোয়ারেন্টাইনে  আছে বলে জানা গিয়েছে।
advertisement
এদিকে দেশে এই মুহূর্তে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬৩৭ , সারা দেশে মৃত ৩৮ ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা ৩৭ ও মৃত ৫৷ এদিকে নিজামউদ্দিনের এই ধর্মীয় সভা থেকে যোগ দিয়ে নিজের নিজের জায়গায় ফিরে ইতিমধ্যেই মারা গেছেন অনেকে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নিজামুদ্দিনের ধর্মীয় সভায় যোগ দেওয়া কাটোয়ার পাঁচজন এখন কোয়ারেন্টাইনে
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement