Delta Plus Covid-19: এবার চিন্তা বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, মহারাষ্ট্রে খোঁজ ৪৫ আক্রান্তের!

Last Updated:

এবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার আরেক ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস (Delta Plus Covid-19)।

#মুম্বই: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে (Coronavirus 2nd Wave) ভয়ানক ভাবে সংক্রমণ ছড়িয়েছে ডেল্টা ভ্যারিয়েন্ট। এবার মাথাচাড়া দিয়ে উঠছে করোনার আরেক ভ্যারিয়েন্ট ডেল্টা প্লাস (Delta Plus Covid-19)। রবিবার শুধু মহারাষ্ট্রেই ৪৫ জনের শরীরে করোনার ডেল্টা প্লাসের ভাইরাস পাওয়া গিয়েছে। জলগাঁওয়ে ১৩ জন, রত্নাগিরিতে ১১ জন, মুম্বইতে ৬ জন ও থানেতে ৫ জন ও পুনেতে ৩ জনের শরীরে মিলেছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। স্বাস্থ্য দফতরের তরফে বলা হয়েছে, ৮০ শতাংশ নমুনা জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছিল যেগুলি করোনা ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট পজিটিভ ধরা পড়েছে।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এদিন ফের একবার করোনা নিয়ে সচেতনতার কথা বলেছেন। তিনি বলেছেন, 'করোনা এখনও রয়েছে। প্রথম ও দ্বিতীয় ঢেউ গিয়েছে, কিন্তু উৎসবের দিন আসছে সামনে। আমাদের প্রত্যেককে কোভিড বিধিনিষেধ মেনে চলতে হবে। পুনে, আহমেদনগর, সোলাপুর, সাংলি, সাতারা, সিন্ধুদর্গ, রত্নাগিরি এলাকাকে অনেক বেশি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হচ্ছে।' রবিবার মহারাষ্ট্রে নতুন করে ৫৫০৮ জনের শরীরে করোনাভাইরাস মিলেছে, ১৫১ জন মারা গিয়েছেন করোনায়।
advertisement
সম্প্রতি করোনার এই সব স্ট্রেইনের বিরুদ্ধে কোন টিকা সবচেয়ে বেশি কার্যকর ভারতে, তা নিয়ে গবেষণা চালিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (ICMR)। সেই গবেষণায় উঠে এসেছে, টিকার ককটেল অর্থাৎ মিশ্রণই নাকি করোনার সংক্রমণ ঠেকাতে সবচেয়ে বেশি কাজে আসছে (ICMR on Cocktail Vaccine)। গত মে-জুন মাসে উত্তরপ্রদেশে এই গবেষণা চালায় আইসিএমআর। সেই গবেষণায় উঠে এসেছে, 'কোভ্যাক্সিন এবং কোভিশিল্ডের মিশ্র টিকার সমীক্ষায় ভাল ফল মিলেছে। এই মিশ্রণ টিকা শুধুমাত্র যে নিরাপদ তাই নয়, করোনার বিরুদ্ধে বাড়তি কার্যকারীও।'
advertisement
advertisement
দেশে অনেক জায়গাতেই ভ্যাকসিনের অভাব এবং ভুল বশত কিছু জায়গায় ভারতে দেওয়া হচ্ছে যে দুই ভ্যাকসিন তা একই ব্যক্তিকে দুই ডোজে আলাদা দেওয়ার অভিযোগ উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে ভ্যাকসিনের মিশ্রণ শরীরে ক্ষতির বদলে বরং বেশি কার্যকরী হয়েছে বলেই আইসিএমআরের দাবি উল্লেখ করছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে ICMR-এর দাবি, অ্যাডিনোভাইরাস ভেক্টর ভ্যাকসিনের সঙ্গে ইনঅ্যাক্টিভেটেড হোল ভাইরাসের টিকার ককটেল শুধু নিরাপদই নয়। অনেক বেশি সুরক্ষিতও।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Delta Plus Covid-19: এবার চিন্তা বাড়াচ্ছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট, মহারাষ্ট্রে খোঁজ ৪৫ আক্রান্তের!
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement