করোনা আক্রান্ত হয়ে ১২ দিনে মৃত্যু একই পরিবারের ৪ জনের, পড়ে রইল ৬ ও ৮ বছরের দুই শিশু!

Last Updated:

একজনের বয়স ৬ বছর এবং আরেকজন বছর আটেকের । বাবা-মা, দাদু-ঠাকুমাকে হারিয়ে এখন অনাথ এই দুই শিশুকন্যা ।

#গাজিয়াবাদ: গোটা দেশ জুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে । করোনার দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত । চারিদিকে যন্ত্রণা, মৃত্যু, হাহাকার । একের পর এক হৃদয়বিদারক, যন্ত্রণাময়, বুকফাটা ছবি উঠে আসছে সংবাদ মাধ্যমের পাতায় । এমনই এক ঘটনার সাক্ষী থাকল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ।
মাত্র ১২ দিন, তার মধ্যেই তছনছ হয়ে গেল গোটা একটা পরিবার । একই পরিবার চার জন সদস্যের মৃত্যু হল দু’সপ্তাহের মধ্যে । ছোট্ট ছোট্ট দুই শিশু অনাথ হয়ে গেল । তাদের একজনের বয়স ৬ বছর এবং আরেকজন বছর আটেকের । বাবা-মা, দাদু-ঠাকুমাকে হারিয়ে এখন অনাথ এই দুই শিশুকন্যা ।
ওই পরিবারের বয়ঃজ্যেষ্ঠ্য সদস্য, শিশু দু’টির দাদু দুর্গেশ প্রসা সবার প্রথমে করোনায় আক্রান্ত হয়েছিলেন । প্রাক্তন স্কুল শিক্ষক দুর্গেশ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত ছিলেন । গত মাসের শেষের দিকে করোনায় আক্রান্ত হন তিনি । রিপোর্ট পজিটিভ আসতেই চিকিৎসকদের পরামর্শ মতো ওষুধ খাওয়া শুরু করেন দুর্গেশবাবু । নিভৃতবাসেই ছিলেন তিনি ।
advertisement
advertisement
কিন্চতু হঠাৎ করেই তাঁর অবস্থার অবনতি হয় । বাড়িতেই মৃত্যু হয় তাঁর । গত ২৭ এপ্রিল এই ঘটনা ঘটে । এর সপ্তাহ খানেক মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা যান দুর্গেশবাবুর ছেলেও। এর কিছুদিনের মধ্যেই একে একে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় দুর্গেশবাবুর স্ত্রী ও পুত্রবধূরও । দুই শিশু সন্তান একেবারে অনাথ হয়ে পড়ে । চোখের সামনে পরিবারের সকলকে মারা যেতে দেখে আতঙ্কিত হয়ে পড়ে ওই দুই শিশু । তাদের নিজের বাড়িতে এনে রেখেছেন তাদের মাসি । মাসির বাড়ি উত্তরপ্রদেশের বরেলিতে ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত হয়ে ১২ দিনে মৃত্যু একই পরিবারের ৪ জনের, পড়ে রইল ৬ ও ৮ বছরের দুই শিশু!
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement