লকডাউনের রাতে রাস্তায় আড্ডা-হুল্লোড়, কলকাতায় গ্রেফতার ২৫৫

Last Updated:

করোনা ভাইরাস বিশ্বে ইতিমধ্যেই মহামারি আকার নিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে বারবার সতর্ক করছেন, লকডাউন হালকা ভাবে অনেকেই নিচ্ছেন৷ রাজ্যগুলিকে প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি৷

#কলকাতা: সোমবার বিকেল ৫টা থেকে রাজ্য লকডাউন হয়ে গিয়েছে৷ তবুও করোনা ভাইরাস নিয়ে অনেক মানুষই সচেতন নন৷ ফাঁকা রাস্তায় হইহই করে দল বেঁধে রাতে অনেকেই বেরলেন৷ নাকা চেকিংয়ে রাতে ২৫৫ জনকে গ্রেফতার করা হল কলকাতায়৷
করোনা ভাইরাস বিশ্বে ইতিমধ্যেই মহামারি আকার নিয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে বারবার সতর্ক করছেন, লকডাউন হালকা ভাবে অনেকেই নিচ্ছেন৷ রাজ্যগুলিকে প্রয়োজনে কড়া আইনি ব্যবস্থা নেওয়ারও আর্জি জানিয়েছেন তিনি৷ এরপরেও সোমবার মধ্যরাতে শহরে ইতিউতি আড্ডা, জটলা দেখা গেল বিস্তর৷ পুলিশ নাকা চেকিং করে ২৫৫ জনকে রাতেই গ্রেফতার করে৷
advertisement
advertisement
কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেছেন, 'ঘরে থাকুন। প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। কলকাতার আনাচেকানাচে পুলিশি অভিযান চলবে।'
সোমবারই বাংলায় এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪৭১ ছুঁয়ে ফেলেছে। ৪১জন বিদেশি নাগরিক।
সোমবার পশ্চিমবঙ্গ ও হিমাচলপ্রদেশে একজন করে করোনায় মারা গিয়েছেন৷ গুজরাত, বিহার, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লি ও পঞ্জাবেও মৃত্যু হয়েছে করোনায়৷ সব মিলিয়ে ৯ জনের মৃত্যু৷ এ হেন পরিস্থিতিতে ১৩০ কোটির দেশে করোনাকে থামাতে কেন্দ্র ও রাজ্যগুলি একযোগে লড়াই করছে৷ দেশের ৫৪৮টি জেলা সম্পূর্ণ ভাবে লকডাউন৷ এর মধ্যে মহারাষ্ট্র ও পঞ্জাবে রাজ্যজুড়ে কারফিউ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
লকডাউনের রাতে রাস্তায় আড্ডা-হুল্লোড়, কলকাতায় গ্রেফতার ২৫৫
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement