#পশ্চিম মেদিনীপুর: ভিন রাজ্য থেকে গ্রামে ফেরা দুই পরিযায়ী শ্রমিক করোনা আক্রান্ত হওয়ার পর পশ্চিম মেদিনীপুরের কেশপুরের পঞ্চমী ও ছোট চাঁদবাড় গ্রামকে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করল জেলা স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই গ্রামে দুইদিকে ব্যারিকেড ঘিরে মোতায়েন করা হয়েছে পুলিশ। গ্রামেও নজরদারি চালাচ্ছে পুলিশ। পুলিশ ও স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে গ্রামে মাইকিং করে অহেতুক মানুষদের বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে। প্রয়োজনীয় খাদ্য অন্যান্য সামগ্রী ফোনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে পুলিশ কর্মীরা। জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম স্যানিটাইজও করা হয়েছে। গ্রামে ঢোকা ও বেরোনোর পথে জিজ্ঞাসাবাদ করা চলছে পুলিশের তরফে। সব মিলিয়ে করোনা আতঙ্কে কার্যতই থমথমে কেশপুরের পঞ্চমী ও ছোট চাঁদবাড় গ্রাম।
দেশের সঙ্গে পাল্লা দিয়ে এ রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা । একের পর এক ট্রেনে-বাসে পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরছেন । আক্রান্তের সংখ্যার অধিকাংশই বাইরের রাজ্য থেকে আসা শ্রমিক । বিশেষ করে মহারাষ্ট্র, তেলেঙ্গানা, দিল্লি থেকে রাজ্যে ফেরা শ্রমিকদের দেহেই পাওয়া গিয়েছে করোনার জীবাণু ।
নতুন করে বহু জেলায় করোনার সংক্রমণ বাড়ছে হু হু করে । গ্রিন জোনগুলিও আর রেহাই পাচ্ছে না ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Migrant Labours, South bengal news