মালদহে ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ১১, জেলায় আক্রান্ত ৯৯!
- Published by:Debalina Datta
Last Updated:
লাফিয়ে লাফিয়ে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে
#মালদহ: নতুন করে করোনায় আক্রান্ত হল আরও ১১। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষায় নতুন করোনা আক্রান্তের হদিশ মিলল।সব মিলিয়ে মালদহে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯৯ । নতুন করে যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশীর ভাগই কালিয়াচক ১ নম্বর ব্লকের বাসিন্দা। এরা সকলেই ভিন রাজ্য ফেরত। মালদহের গৌড় কন্যা বাস টার্মিনাসে এদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে মালদহে মেডিক্যাল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় প্রায় দেড় হাজার নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই নতুন করোনা আক্রান্তের হদিশ মেলে।
এখনও মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রায় তিন হাজার নমুনা পরীক্ষা করতে বাকি। ওই পরীক্ষার কাজ শেষ হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে অনুমান স্বাস্থ্য দপ্তরের। এদিকে মালদহে গত কয়েক দিনে লাফিয়ে লাফিয়ে আক্রান্ত বাড়ায় উদ্বেগ ছড়িয়েছে। জেলায় করোনা আক্রান্তের সংখ্যায় সবচেয়ে বেশি পজেটিভ মিলেছে ইংরেজবাজার ব্লকে। এখনও পর্যন্ত মালদা শহরে করোনা আক্রান্ত না পাওয়া গেলেও শহরতলির একাধিক এলাকায় করোনা আক্রান্ত মিলেছে। ইংরেজবাজারের পাশাপাশি আক্রান্তের সংখ্যা বেশি কালিয়াচক,হরিশ্চন্দ্রপুর এবং মানিকচক ব্লকে। আক্রান্তদের বেশির ভাগই চিকিৎসা চলছে মালদহের নারায়নপুরের কোভিড হাসপাতালে।
advertisement
Sebak DebSarma
advertisement
Location :
First Published :
May 24, 2020 12:34 PM IST