চরম বিপদটা কি ঠেকানো গেল না ? ২৪ ঘণ্টার মধ্যে ধারাভিতে করোনা আক্রান্ত আরও ১

Last Updated:

এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভি। বসবাস করেন প্রায় ১০ লক্ষ মানুষ। সেখানে একবার সংক্রমণ ছড়ালে তার পরিনাম যে কী ভয়ঙ্কর হতে পারে, তা ভেবেই আঁৎকে উঠছে প্রশাসন থেকে সাধারণ মনুষজন।

#মুম্বই: গতকালের পর, আজ শুক্রবার ফের মুম্বইয়ের ধারাভিতে মিলল নতুন এক করোনা আক্রান্তের খোঁজ। ৩৫ বছরের এক চিকিৎসক করোনায় আক্রান্ত। কোয়ারান্টিনে চিকিৎসকের পরিবার। এখন পর্যন্ত ধারাবিতে মোট ৩জন করোনায় আক্রান্ত হলেন। এরমধ্যে বুধবার একজনের মৃত্যু হয়।
বাড়ছে উদ্বেগ! গতকাল ধারাভিতে মেলে দ্বিতীয় করোনা আক্রান্তের হদিশ। পেশায় সাফাই কর্মী ওই ব্যক্তি ওরলির বাসিন্দা । করোনা আক্রান্ত বছর বাহান্নর ওই ব্যক্তিকে সম্প্রতি ধারাভি বস্তিতে সাফাইয়ের কাজে নিয়োগ করা হয়েছিল। বিএমসি-র তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবারই ওই ব্যক্তির করোনা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এরপর, ২৪ ঘণ্টার মধ্যেই ধারাভিতে তৃতীয় করোনা আক্রান্তের হদিশ মেলাতে স্বাভাবিকভাবেই চিন্তায় প্রশাসন।
advertisement
বুধবার ধারাভিতে ১ করোনা আক্রান্তের মৃত্যু হয়। মৃতের পরিবারের ৭ জন কোয়ারান্টিনে রয়েছে। ফের এক ব্যক্তি সংক্রামিত হওয়ায় প্রশাসনের উদ্বেগ বেড়ে গিয়েছে কয়েক গুণ। ধারাভির ৩০০ ফ্ল্যাট, ৯০ দোকান সিল করা হয়েছে।
advertisement
এশিয়ার বৃহত্তম বস্তি এলাকা ধারাভি। বসবাস করেন প্রায় ১০ লক্ষ মানুষ। সেখানে একবার সংক্রমণ ছড়ালে তার পরিনাম যে কী ভয়ঙ্কর হতে পারে, তা ভেবেই আঁৎকে উঠছে প্রশাসন থেকে সাধারণ মনুষজন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চরম বিপদটা কি ঠেকানো গেল না ? ২৪ ঘণ্টার মধ্যে ধারাভিতে করোনা আক্রান্ত আরও ১
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement