Weekend Trip Destination: নদীর ধারে জঙ্গলে ঘেরা পর্যটনের নয়া ঠিকানা! সপ্তাহান্তে ঘুরে যেতেই পারেন একবার

Last Updated:

Tourist Spot: প্রকৃতির মাঝে অবস্থিত এই ইকো-পার্কে রয়েছে অপরূপ প্রকৃতিক সৌন্দর্য। এই পার্কের প্রকৃতিক সৌন্দর্য সহজেই যেকোন পর্যটকের মন ছুঁয়ে নিতে পারে।

+
নদীর

নদীর ধারে জঙ্গলে ঘেরা পর্যটনের নয়া ঠিকানা!

মাথাভাঙা: কোচবিহারের একটি অন্যতম ইকো পার্ক হল মাথাভাঙা মহকুমার মানসাই নদীর তীরে অবস্থিত তেকোনিয়া ইকো-পার্ক। প্রকৃতির মাঝে অবস্থিত এই ইকো-পার্কে রয়েছে অপরূপ প্রকৃতিক সৌন্দর্য। এই পার্কের প্রকৃতিক সৌন্দর্য সহজেই যে কোন পর্যটকের মন ছুঁয়ে নিতে পারে। দুর্গাপুজোর ছুটির সময় যে কেউ ঘুরতে আসতে পারে এই ইকো-পার্কে। সরকারি এবং বন দফতরের সঠিক পরিকল্পনা বাস্তবায়নের ফলে এই পার্কটিতে ধীরে ধীরে আরও অনেকটাই সুন্দর হয়ে উঠেছে। এখানে রয়েছে বেশ কিছু ফ্রেঞ্চ গিনি চিকেন পাখি। পার্কের গেট দিয়ে ঢুকতে হাতের বাদিকে একটি ছোট পুকুর খনন করা হয়েছে। এবং পুকুরের নিচের অংশ পাকা করে দেওয়া হয়েছে।
পার্কের সংরক্ষণ কর্মী ভবেন বর্মন জানান, “দীর্ঘ সময় ধরে পার্কের মধ্যে বেশ কিছু কাজ করা হয়েছে। যার ফলে পার্কের সৌন্দর্য্য বেড়ে উঠেছে বেশ অনেকটাই।বর্তমান সময়ে পার্কের মধ্যে পর্যটকের আনাগোনা শুরু হয়েছে। সামনেই দুর্গা পুজো, সেই সময় পার্কের মধ্যে পর্যটকের সংখ্যা আরও অনেকটাই বেড়ে উঠবে বলে মনে করা হচ্ছে। এখন পার্কের প্রবেশ করতে মোট মূল্য প্রদান করতে হয় জনপ্রতি ১০ টাকা। পার্কের গেটের ঠিক সামনে রয়েছে একটি সুন্দর সেলফি পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে বহু মানুষ সেলফি তুলে থাকেন। তবে এই পার্কের আসার রাস্তার কিছুটা সংস্কার করার দরকার রয়েছে। তাহলে আরও পর্যটক এখানে আসবেন ভবিষ্যত দিনে।
advertisement
advertisement
এলাকার এক টোটো চালক বিজয় দাস জানান, “দীর্ঘ সময় ধরে প্রচুর পর্যটক আসেন এখানে। নদীর পাশে জঙ্গলে ঘেরা এই পার্কের সৌন্দর্য্য বহু মানুষকে মুগ্ধ করে। বেশ কিছুটা সময় হয়েছে এই পার্কের মধ্যে নতুন করে সংস্কার করা হয়েছে। তাই পুজোর মরশুমে এখানে আরও অনেক পর্যটক আসার সম্ভবনা রয়েছে।” এলাকার এক স্থানীয় বাসিন্দা সুবীর বসুনিয়া জানান, “ছুটির মরশুমে এই পার্কে পিকনিক করতে আসেন প্রচুর মানুষ। তখন এখানে পা রাখার জায়গা পাওয়া যায় না।  পার্কের ঠিক সামনে দিয়েই বয়ে গিয়েছে মানসাই নদী এছাড়া পার্কের চারিপাশে রয়েছে জঙ্গলে ঘেরা এলাকা।’
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Weekend Trip Destination: নদীর ধারে জঙ্গলে ঘেরা পর্যটনের নয়া ঠিকানা! সপ্তাহান্তে ঘুরে যেতেই পারেন একবার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement