Vishwakarma Puja 2024: আর কতদিন বাকি বিশ্বকর্মা পুজোর! এবার কি প্রতিমার দাম বাড়ছে? জানুন

Last Updated:

হাতে আর ২৫ দিন। বিশ্বকর্মা পুজোর প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা। প্রতিমার দাম এবার বেড়েছে বলে জানাচ্ছেন শিল্পীরা।

+
বিশ্বকর্মা

বিশ্বকর্মা মূর্তি

কোচবিহার: আর ২৫ দিন পরই বিশ্বকর্মা পুজো। সেই উপলক্ষে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে রয়েছেন শিল্পীরা। তবে বিগত বছরে বিশ্বকর্মা পুজোর আগে বৃষ্টির পূর্বাভাস ছিল। তাই অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল প্রতিমা শিল্পীদের। চলতি বছরে সেই সমস্যা নেই। রোদ ঝলমলে আকাশ থাকার কারণে প্রতিমা তৈরীর কাজ করতে অনেকটাই সুবিধা হচ্ছে।
কোচবিহারের এক প্রতিমা শিল্পী বাদল পাল জানান,”ইতিমধ্যেই প্রতিমা তৈরীর কাজ অনেকটা সম্পন্ন করা হয়ে গিয়েছে। বেশ অনেকগুলি মূর্তি তৈরি করেছেন তাঁরা। এছাড়াও অর্ডারের মূর্তি রয়েছে আলাদাভাবে। সব মিলিয়ে এবার বিশ্বকর্মা পুজোয় বেশ অনেকটাই মুনাফা দেখতে পারবেন তাঁরা। তবে মাটি এবং অন্যান্য উপকরণ এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রতিমার দামও কিছুটা বৃদ্ধি করা হয়েছে।
advertisement
advertisement
নতুন প্রজন্মের প্রতিমা শিল্পী গোবিন্দ দাস জানান,”মূর্তির সংখ্যা তাঁর কারখানায় আগের তুলনায় বৃদ্ধি করা হয়নি। তবে দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যেভাবে উপকরণের দাম বৃদ্ধি পাচ্ছে। তাতে মূর্তির দামও বৃদ্ধি হয়েছে।” সবমিলিয়ে জেলার প্রতিমা শিল্পীরা চলতি বছরের বিশ্বকর্মা পুজো উপলক্ষে বেশ অনেকটাই খুশি।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Vishwakarma Puja 2024: আর কতদিন বাকি বিশ্বকর্মা পুজোর! এবার কি প্রতিমার দাম বাড়ছে? জানুন
Next Article
advertisement
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
আধার কার্ড কেন বাদ? তুমুল বাকবিতণ্ডায় 'রণক্ষেত্র' সর্বদলীয় বৈঠক! ৩ দলের মুখোমুখি সংঘাত
  • রাজ্যের নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকে তুমুল বাকবিতণ্ডা ও সংঘাত.

  • তৃণমূল, সিপিআই(এম), কংগ্রেসের প্রতিনিধিরা কমিশনের সিদ্ধান্তে আপত্তি তোলেন.

  • নাগরিকত্ব, ভোটার তালিকা ও পরিচয়পত্র নিয়ে উত্তপ্ত বিতর্কে বৈঠক বারবার থামাতে হয়.

VIEW MORE
advertisement
advertisement