Viral News: নড়ে উঠছে চটের বস্তা! কাছে যেতেই বেরিয়ে এল মোহন!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Viral News: মাঝে মধ্যে নড়ে উঠছিল ওই বস্তাটি। তবে বস্তার মুখ খুলতেই বস্তা থেকে বেরিয়ে এল মোহন! কে সে? জানুন
কোচবিহার: একটি চটের বস্তা ঘিরে রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কোচবিহারের বানেশ্বর এলাকায়। বানেশ্বর এলাকার রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় দীর্ঘ সময় ধরে একটি চটের বস্তা পড়ে থাকতে দেখছিলেন স্থানীয় মানুষেরা। আর মাঝে মধ্যে নড়ে উঠছিল ওই বস্তাটি। তবে বস্তার মুখ খুলতেই বস্তা থেকে বেরোল একটি সফট শেল কচ্ছপ বা মোহন! পাচারের আগেই ভেস্তে গেল মোহন পচারের ছক! তবে মাঝে মধ্যেই বস্তার মধ্যে দিয়ে পাচার করা হয় এই মোহন বা সফট শেল কচ্ছপ। তবে এলাকার মানুষের তৎপরতায় এইবারের মতন রক্ষা পেল এই মোহনটি।
পরিবেশ প্রেমী সংগঠনের এক সদস্য অনির্বাণ রায় জানান, “দীর্ঘ সময় ধরেই রাস্তার পাশে আগাছার মধ্যে একটি চটের বস্তা মুখ বাঁধা অবস্থায় পড়ে ছিল। তবে বস্তাটি মাঝে মধ্যে নড়াচড়া করার ফলেই সন্দেহ হোক এলাকার স্থানীয় মানুষের। বস্তার মুখ খুলতেই সেখান থেকে বেরিয়ে আসে একটি মোহন। দ্রুত খবর পাঠানো হয় বন দফতরের আধিকারিকদের কাছে। তাঁরা এসে সেই মোহনটিকে উদ্ধার করে নিয়ে যান। এই বারের মতন পাচারের ছক ভেস্তে যায় পাচারকারীদের। তবে এই এলাকায় মাঝে মধ্যেই এই ধরনের মোহন পাচারের কাজ করা হয়। যদিও এদিনের এই ঘটনার সাথে কে বা কারা জড়িত রয়েছে তা জানতে পারা যায়নি।”
advertisement
advertisement
বন দফতর সূত্রে জানতে পারা গিয়েছে, “বেশ অনেকটা সময় ধরেই এই এলাকায় মধ্যে রয়েছে বেশ কিছু সফট শেল কচ্ছপ। আর এই কচ্ছপ গুলিকে পাচারের চেষ্টা চালানো হয় মাঝে মধ্যেই। তবে এলাকার মানুষেরা তৎপর থাকার ফলে অনেক সময় এই ধরনের পাচারের ছক ভেস্তে দেওয়া সম্ভব হয়। এবারেও একই ঘটনা ঘটেছে। একটি চটের বস্তা থেকে একটি মোহন পাওয়া গিয়েছে রাস্তার পাশের ঝোপ থেকে। স্থানীয় পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে খবর দেওয়া হয় বন দফতরের কাছে। তারপর মোহনটিকে উদ্ধার করা হয় বন দফতরের পক্ষ থেকে। মোহনটির প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পর মোহনটিকে ওই এলাকার কোন জলাশয়ে ছেড়ে দেওয়া হবে।”
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 7:29 PM IST