Water Problem: ২০ বছরেও মেটেনি পানীয় জলের সমস্যা! বাধ্য হয়ে ভোট বয়কটের চিন্তাভাবনা গ্রামবাসীদের

Last Updated:

২০ বছরেও মেটেনি পানীয় জলের সমস্যা। প্রতিদিন জলের জন্য হাহাকার এখানকার মানুষের রুটিন হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে পঞ্চায়েত ভোট বয়কটের চিন্তাভাবনা শুরু করেছেন গ্রামবাসীরা

+
দীর্ঘদিনের

দীর্ঘদিনের জলের সমস্যা গোটা এলাকায়!

কোচবিহার: একটা-দুটো কল খারাপ তা নয়। একটা গোটা এলাকায় জুড়েই পানীয় জলের তীব্র হাহাকার। বারবার প্রশাসনের দ্বারস্থ হয়ে সমস্যার সমাধান হয়নি। এই যে প্রত্যন্ত কোন‌ও গ্রামের ঘটনা তা নয়। কোচবিহার জেলা সদর লাগোয়া গুড়িয়াহাটি পঞ্চায়েতের ঘটনা। ফলে ব্যাপক কষ্টের মধ্যে দিয়ে দিন কাটছে গ্রামবাসীদের।
এই এলাকায় পানীয় জল যেন সমস্ত সমস্যার মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ প্রায় ২০ বছর হতে চলল তাঁরা এই কষ্ট ভোগ করছেন! বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও কোন‌ও লাভ হয়নি। গোটা এলাকায় পানীয় জলের কল হাতেগোনা। আবার সব কল দিয়ে জল পড়ে না। যে কয়েকটি কল দিয়ে জল পড়ে তাতেও রীতিমত লাইন দিয়ে প্রতিদিন সকালে জল নিতে হয়। এই নিয়ে মাঝেমধ্যেই এলাকার মানুষের মধ্যে তীব্র বচসার সৃষ্টি হয়। জানা গেল, এলাকার বেশিরভাগ বাড়িতে এখনও জলের কানেকশন যায়নি।
advertisement
advertisement
হতাশার সুরে গ্রামবাসীরা জানালেন, তাঁরা এই সমস্যা নিয়ে একাধিকবার পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন। কিন্তু সেখান থেকে প্রতিশ্রুতি মেলা ছাড়া আর কোনও কিছু পাওয়া যায়নি। কাজের কাজ হয়নি এতদিনেও। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে এই এলাকার বাসিন্দারা ভোট বয়কট করার চিন্তা ভাবনা শুরু করেছেন। তার আগে শেষ বারের মত তাঁরা পানীয় জলের সমস্যা সমাধানের জন্য প্রশাসনের সর্বস্তরে কাতর আর্জি রেখেছেন। তবে এতেও যদি কাজ না হয় তাহলে আগামী পঞ্চায়েত নির্বাচনে বাধ্য হয়ে তাঁরা ভোট বয়কটের পথে হাঁটবেন বলে জানিয়েছেন গুড়িয়াহাটি পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশ।
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Water Problem: ২০ বছরেও মেটেনি পানীয় জলের সমস্যা! বাধ্য হয়ে ভোট বয়কটের চিন্তাভাবনা গ্রামবাসীদের
Next Article
advertisement
Ghatshila By Election Result: বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মিটিয়ে নিল হেমন্ত সোরেনের দল
বিহারে গেরুয়া ঝড়ের দিনই ঘাটশিলা উপনির্বাচনে অন্য ফল! পুরনো হিসেব মেটাল হেমন্ত সোরেনের দল
  • ঘাটশিলা উপনির্বাচনে জেএমএম-এর জয়৷

  • বিজেপি প্রার্থীকে হারিয়ে জিতলেন জেএমএম প্রার্থী৷

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনের ছেলেকে হারিয়ে জেএমএম-এর জয়৷

VIEW MORE
advertisement
advertisement