Cooch Behar News: বর্ষা এলেই বুক কাঁপে! রাতের ঘুম ছুটে‌ ‌যায় তোর্ষা পাড়ের বাসিন্দাদের!

Last Updated:

বর্ষা এলেই মাথায় হাত, আতঙ্কে দিন কাটে কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বাসিন্দাদের। অনেকেই বর্ষার এই সময় বসতবাড়ি ছাড়তে বাধ্য হন।

+
তোর্ষা

তোর্ষা নদী

কোচবিহার: বর্ষা এলেই মাথায় হাত, আতঙ্কে দিন কাটে কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বাসিন্দাদের। অনেকেই বর্ষার এই সময় বসতবাড়ি ছাড়তে বাধ্য হন। বর্ষা আসতেই আতঙ্কে দিন কাটাতে থাকেন কোচবিহার জেলার তোর্ষা নদীর পাড়ে বসবাসকারী প্রায় দশ হাজার পরিবার।
চিন্তা একটাই যে কোনও সময় তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে তোর্ষা নদীর প্লাবন। কারণ, প্রত্যেকবারই বর্ষায় তোর্ষা নদী ফুলেফেঁপে ওঠে। প্লাবিত হয় নদী সংলগ্ন এলাকা।সেই প্লাবনে বাড়িঘর ভেঙ্গে সমস্ত কিছুই ভাসিয়ে নিয়ে চলে যায়। এলাকার বাসিন্দারা জানান, বিগত কয়েক বছর আগেই প্রায় দুই হাজার পরিবারের বাড়িঘর ভেঙে নদীর গর্ভে চলে গিয়েছে।
advertisement
advertisement
তারপরেও তারা বাধ্য হয়ে থাকছেন এই এলাকায়। তাদের কোনও অন্য জায়গা নেই। দিনমজুরির কাজ করে সংসার চলে তাঁদের। বাবাই দাস নামে এক বাসিন্দা জানান, নদীতে জল বাড়তে শুরু করলেই বাড়িঘর ছেড়ে বাঁধের উপর আশ্রয় খুঁজি আমরা। এভাবেই বর্ষা এলে আতঙ্কে দিন কাটে আমাদের। তোর্ষার ভয়াবহ রূপ আমাদের আতঙ্ক বাড়িয়ে দেয়।
advertisement
Annanya Dey
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বর্ষা এলেই বুক কাঁপে! রাতের ঘুম ছুটে‌ ‌যায় তোর্ষা পাড়ের বাসিন্দাদের!
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement