Cooch Behar News: বর্ষা এলেই বুক কাঁপে! রাতের ঘুম ছুটে‌ ‌যায় তোর্ষা পাড়ের বাসিন্দাদের!

Last Updated:

বর্ষা এলেই মাথায় হাত, আতঙ্কে দিন কাটে কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বাসিন্দাদের। অনেকেই বর্ষার এই সময় বসতবাড়ি ছাড়তে বাধ্য হন।

+
তোর্ষা

তোর্ষা নদী

কোচবিহার: বর্ষা এলেই মাথায় হাত, আতঙ্কে দিন কাটে কোচবিহারের তোর্ষা নদীর পাড়ের বাসিন্দাদের। অনেকেই বর্ষার এই সময় বসতবাড়ি ছাড়তে বাধ্য হন। বর্ষা আসতেই আতঙ্কে দিন কাটাতে থাকেন কোচবিহার জেলার তোর্ষা নদীর পাড়ে বসবাসকারী প্রায় দশ হাজার পরিবার।
চিন্তা একটাই যে কোনও সময় তাদের বাড়িঘর ভাসিয়ে নিয়ে যাবে তোর্ষা নদীর প্লাবন। কারণ, প্রত্যেকবারই বর্ষায় তোর্ষা নদী ফুলেফেঁপে ওঠে। প্লাবিত হয় নদী সংলগ্ন এলাকা।সেই প্লাবনে বাড়িঘর ভেঙ্গে সমস্ত কিছুই ভাসিয়ে নিয়ে চলে যায়। এলাকার বাসিন্দারা জানান, বিগত কয়েক বছর আগেই প্রায় দুই হাজার পরিবারের বাড়িঘর ভেঙে নদীর গর্ভে চলে গিয়েছে।
advertisement
advertisement
তারপরেও তারা বাধ্য হয়ে থাকছেন এই এলাকায়। তাদের কোনও অন্য জায়গা নেই। দিনমজুরির কাজ করে সংসার চলে তাঁদের। বাবাই দাস নামে এক বাসিন্দা জানান, নদীতে জল বাড়তে শুরু করলেই বাড়িঘর ছেড়ে বাঁধের উপর আশ্রয় খুঁজি আমরা। এভাবেই বর্ষা এলে আতঙ্কে দিন কাটে আমাদের। তোর্ষার ভয়াবহ রূপ আমাদের আতঙ্ক বাড়িয়ে দেয়।
advertisement
Annanya Dey
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বর্ষা এলেই বুক কাঁপে! রাতের ঘুম ছুটে‌ ‌যায় তোর্ষা পাড়ের বাসিন্দাদের!
Next Article
advertisement
Indigo Update: ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু, কেন্দ্রের কড়া বার্তার পর তৎপর ইন্ডিগো!
  • অবশেষে ইন্ডিগো-র পরিষেবায় উন্নতি৷

  • ৯৫ শতাংশ গন্তব্যে ফের পরিষেবা শুরু৷

  • শনিবারও সংস্থার ৮৫০ উড়ান বাতিল৷

VIEW MORE
advertisement
advertisement