Toilet Probelm: সরকারি প্রকল্পের শৌচালয়! তবে ব্যবহারের অযোগ্য হয়ে রয়েছে! ক্ষোভ স্থানীয়দের
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরানফুলবাড়ি ২ নং পঞ্চায়েতের ঘোগারকুঠি ঘাটপাড় এলাকায় রয়েছে এই শৌচালয়টি। অনেক আশা নিয়ে সরকারি প্রকল্পে নির্মাণ করা হয়েছিল এই শৌচালয়টি। তবে চালু হওয়ার পর থেকেই সম্পূর্ন বন্ধ হয়ে পড়ে রয়েছে এই শৌচালয়টি।
তুফানগঞ্জ: ব্যবহার না করার ফলে জন্মাচ্ছে আগাছা।শৌচালয় ব্যাবহার করতে পারছে না এলাকার সাধারণ মানুষ। কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার অন্দরানফুলবাড়ি ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে এই শৌচালয়। সম্পূর্ন বন্ধ হয়ে পড়ে রয়েছে শৌচালয়টি। যদিও শৌচালয়টি দ্রুত চালু করার দাবি তুলেছে এলাকার স্থানীয় বাসিন্দারা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, \"গ্রাম পঞ্চায়েতের তুফানগঞ্জ ১ নং ব্লকের অন্দরানফুলবাড়ি ২ নং পঞ্চায়েতের ঘোগারকুঠি ঘাটপাড় এলাকায় রয়েছে এই শৌচালয়টি। অনেক আশা নিয়ে সরকারি প্রকল্পে নির্মাণ করা হয়েছিল এই শৌচালয়টি। তবে চালু হওয়ার পর থেকেই সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে রয়েছে এই শৌচালয়টি।\"
এছাড়াও এই শৌচালয়ের আরেকটি সমস্যা রয়েছে। এটির একদম পাশেই রয়েছে গদাধর নদী। আর এই নদী ভাঙনের ফলে যে কোনো সময় এই শৌচালয়টি ভেঙে যাওয়ার সম্ভবনা তৈরি হয়েছে। আর এই সকল কারণের জেরে সাধারণ মানুষের সমস্যায় পড়েছেন। তবে গোটা বিষয়টি নিয়ে স্থানীয় এক বাসিন্দা ভবেন সরকার জানিয়েছেন, \"সম্পূর্ন প্রশাসনের উদাসীনতায় এত সুন্দর একটি শৌচালয় বন্ধ হয়ে পড়ে আছে।
advertisement
শৌচালয় পুনরায় চালু করা হলে খুব ভাল হয়। শৌচালয়টি যাতে যত দ্রুত সম্ভব চালু করা যায় সেই বিষয়ে নজর দিক প্রশাসন। বাজার এলাকা হওয়ার কারণে প্রচুর মানুষ এখানে আসেন। অনেকের শৌচালয় ব্যবহারের প্রয়োজন হয়।\"
advertisement
আরও পড়ুন: South 24 Parganas News : 'বাবা মা ভালবাসে না', 'গরিব বলে পেন্সিল বক্স কিনতে পারেনি বাবা'...পড়ুয়াদের মনের কথা পড়ে হতবাক শিক্ষকরা
তবে গোটা বিষয়টি নিয়ে অন্দরানফুলবাড়ি ২ নং পঞ্চায়েতের প্রধান মনীন্দ্র মন্ডলের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হয়েছিল। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে নারাজ বলে জানিয়ে দেন। তবে সাধারণ মানুষের উপকারে তৈরি এই শৌচালয়ের প্রতি কেনো এত চরম অবহেলা সেই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।
advertisement
আরও পড়ুন: Aamartya sen: আইনি ব্যবস্থার হুঁশিয়ারি! বিশ্বভারতী ইস্যুতে এবার পাল্টা চিঠি অমর্ত্য সেনের
স্থানীয় মানুষের অধিকাংশ এই বিষয়টি নিয়ে প্রতিনিয়ত ক্ষোভ প্রকাশ করে চলেছেন। তবে আদতে এই শৌচালয় শুরু করার বিষয়ে কাজ এগোয়নি কিছুই। তবে দ্রুত এই শৌচালয় শুরু করা না হলে স্থানীয়রা বিক্ষোভ প্রদর্শন করবেন বলেও জানিয়েছেন অনেক মানুষ। তবে এই শৌচালার একটি দ্রুত শুরু করা হলে স্থানীয় মানুষদের অনেকটাই উপকার হবে।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 8:25 PM IST