Cooch Behar News: দুর্গাপুজোর আগেই সৌন্দর্যায়ন শুরু দিনহাটা শহরে
- Published by:Sayani Rana
Last Updated:
আসন্ন দুর্গা পুজোর আগেই শুরু করা হয়েছে দিনহাটা শহরের সৌন্দর্যায়নের কাজ।
#দিনহাটা: আসন্ন দুর্গা পুজোর আগেই শুরু করা হয়েছে দিনহাটা শহরের সৌন্দর্যায়নের কাজ, এই কাজ শুরুর ফলে আনন্দিত এলাকাবাসি। এ বছর দিনহাটাতে রয়েছে বিগ বাজেটের বেশ অনেকগুলো পুজো। তাই দিনহাটা শহরে এ বছর সাধারন মানুষের ভিড় উপচে পড়বে এমনই আশঙ্কা। তাই দিনহাটা শহরকে সুন্দর করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে দিনহাটা পৌরসভা।
দিনহাটার এক স্থানীয় বাসিন্দা রানা বণিক বলেন, "দিনহাটা শহর প্রথম থেকেই সুন্দর একটি শহর। এই শহরকে আরোও সুন্দর করে তুলতে বারংবার কাজ করতে দেখা গিয়েছে দিনহাটা পৌরসভাকে। এবারও তার অন্যথায় হলো না। এবার দুর্গাপুজোয় দিনহাটা শহরে রয়েছে বেশ অনেকগুলি বিগ বাজেট পুজো। তাই পূজোর আগে শহরকে আরো সুন্দর করে তুলতে, দিনহাটা পৌরসভার এই উদ্যোগে আমরা রীতিমতো খুশি।"
advertisement
advertisement
প্রসঙ্গত, দিনহাটা শহরের বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী কিছুদিন আগেই তার দায়িত্বভার সামলেছেন। আর তারপর থেকেই উন্নয়নের মাত্রা দিনহাটা শহরের বুকে যেন অনেকটাই বেড়ে গিয়েছে। মন্ত্রীর স্নেহধন্য দিনহাটা পৌরসভার চেয়ারম্যান আরো অনেকটাই সচেষ্ট হয়ে উঠেছেন শহরটাকে আরো ভালো করে সাজিয়ে তুলতে।
advertisement
দিনহাটা শহরের আরেক বাসিন্দা শ্যামল দাশগুপ্ত বলেছেন, "দিনহাটা শহরের উন্নয়নের মাত্রা যেন ক্রমশ বেড়েই চলেছে। শহরকে সুন্দর রাখতে, দিনহাটা পৌরসভা যেভাবে সচেষ্ট হয়ে উঠেছে। তার ফলে দিনহাটাবাসি হিসেবে দিনহাটা পৌরসভার প্রশংসা করতেই হয়। আগামী দিনে যেন দিনহাটা শহরের এই উন্নয়নের কাজ বজায় থাকে দিনহাটা পৌরসভা কে সে বিষয়ে আবেদন জানাবো।" দিনহাটা শহরের পৌরসভার চেয়ারম্যান গৌরী শংকর মাহেশ্বরী জানান, "আসন্ন দুর্গাপূজোকে সামনে রেখে আমাদের এই শহরকে আরো ভালো করে সাজিয়ে তুলতে হবে। কারণ এবছর দিনহাটা শহরে বেশ অনেকগুলি ভালো ভালো পুজো রয়েছে। তাই দিনহাটা শহরে মানুষের ভিড় এবার উপচে পড়বে। তাই শহরকে সুন্দর রাখতে আমরা এই পদক্ষেপ নিয়েছি। তবে আমাদের এই পদক্ষেপে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পূর্ত দফতর।"
advertisement
সার্থক পন্ডিত
view commentsLocation :
First Published :
August 25, 2022 8:34 PM IST
