Cooch Behar News: DRM-এর কাছে জরুরি দাবি নিয়ে দরবার, এই দুই ট্রেনের স্টপেজ চান বাসিন্দারা
- Published by:Ankita Tripathi
- hyperlocal
Last Updated:
লকডাউনের আগে এই দুটি ট্রেন আবুতারা স্টেশনে থামলেও। লকডাউন পরবর্তী সময় থেকে ট্রেন দুটি আর এই স্টেশনে থামছে না এবং তার জন্য সমস্যায় পড়তে হচ্ছে এলাকার নিত্যযাত্রীদের।
দিনহাটা: আবুতারা হল স্টেশনে দুটি ট্রেনের স্টপেজের দাবি তুললেন আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা। লকডাউন পূর্ববর্তী সময়ে ট্রেন নম্বর ১৫৪৬৮ ডাউন শিলিগুড়ি এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে নয়টায় বামনহাট স্টেশন থেকে ছেড়ে শিলিগুড়ির দিকে রওনা হয়। অপর আর একটি ট্রেন নম্বর ১৫৪৬৭, আপ বামনহাট এক্সপ্রেস এই ট্রেনটি শিলিগুড়ি জংশন থেকে সকাল সাতটায় ছেড়ে বামনহাট স্টেশনের দিকে রওনা হয় এবং বিকেলে এসে পৌঁছায়। লকডাউনের আগে এই দুটি ট্রেন আবুতারা স্টেশনে থামলেও ,লকডাউন পরবর্তী সময় থেকে ট্রেন দুটি আর এই স্টেশনে থামছে না। একারণে সমস্যায় পড়তে হচ্ছে এলাকার নিত্যযাত্রীদের।
বর্তমান সময়ে দীর্ঘদিন থেকে এই ট্রেন দুটির স্টপেজ আবুতারা হল্ট স্টেশনে না থাকায় ফলে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট স্টেশন সংলগ্ন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষকে। এদিন দুপুরে এই দাবি তুলে ধরেন আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা বামনহাট স্টেশনের স্টেশন মাস্টারের সামনে। এছাড়াও আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা ডিআরএমের কাছে একটি লিখিত আবেদন জমা করেন। আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা দাবি করে জানান, "যদি পুনরায় ট্রেন দুটির স্টপেজ আবুতারা হল্ট স্টেশনে না দেওয়া হয়. তবে তারা সকলে মিলে বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হবেন।"
advertisement
advertisement
তবে এই দুই ট্রেন এই স্টেশনে থামার ফলে একটা সময় বিস্তীর্ণ এলাকার মানুষেরা এই ট্রেনের সুবিধা উপভোগ করতে পারতেন। তবে বর্তমান সময়ে এই ট্রেন দুটি আর না খাওয়ার পরে মিথ্যা সমস্যায় পড়তে হচ্ছে বিস্তীর্ণ এলাকার মানুষদের। দ্রুত এই সমস্যা সমাধান করে এই ট্রেন দুটো স্টপেজ আবুতারা স্টেশনে দিতে হবে এমনটাই দাবি তুলেছেন আবুতারা নাগরিক মঞ্চের সদস্যরা। দীর্ঘ সময় স্থানীয় মানুষদের এই দাবি তুলে ধরেন তারা। যদি পরবর্তী সময়ে তাদের দাবি না মানা হয়। তবে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছেন তারা।
advertisement
Sarthak Pandit
Location :
Kolkata,West Bengal
First Published :
February 15, 2023 1:44 PM IST