Shital Pati: ঔরঙ্গজেবকে শীতলপাটি উপহার দিয়েছিলেন মুর্শিদকুলি খাঁ, কীভাবে তৈরি হয় বাংলার এই পাটি? পড়ুন

Last Updated:

সম্রাট ঔরঙ্গজেব তখন দিল্লির মসনদে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে দিল্লি যাবেন সুবে বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ। সম্রাটের জন্য মুর্শিদকুলি খাঁ অনেক ভাবনাচিন্তা করে শেষপর্যন্ত নিয়ে গিয়েছিলেন রূপালি বেতের শীতলপাটি

+
হাতে

হাতে বোনা শিতল পাটি

কোচবিহার: সম্রাট ঔরঙ্গজেব তখন দিল্লির মসনদে। তাঁর সঙ্গে দেখা করতে চেয়ে দিল্লি যাবেন সুবে বাংলার নবাব মুর্শিদকুলি খাঁ। সম্রাটের জন্য মুর্শিদকুলি খাঁ অনেক ভাবনাচিন্তা করে শেষপর্যন্ত নিয়ে গিয়েছিলেন রূপালি বেতের শীতলপাটি। বলা হয়, উপহার এতই পছন্দ হয়েছিল সম্রাটের যে তিনি নাকি আমৃত্যু শীতলপাটি পেতেই নমাজ পড়তেন।
শুধুই  মোঘল সম্রাট ঔরঙ্গজেব নয়, রানি ভিক্টোরিয়াও শীতলপাটির প্রেমে পড়েছিলেন। গ্রীষ্মের দাবদাহে দু'দণ্ড আরামের ঘুম দেয় শীতলপাটি।  কোচবিহার জেলা লাগোয়া ধলুয়াবাড়ি এলাকায় বসবাস করেন বহু পাটি শিল্পী। এই পাটি তৈরিতে শুধু দক্ষতাই নয়, প্রয়োজন প্রচুর ধৈর্যের। এক একটি শিতল পাটি তৈরি করতে চার থেকে পাঁচ দিন সময় লাগে।
পাটি তৈরির জন্য প্রথমে প্রয়োজন কাঁচা বেত গাছের ডাল। সেই ডাল থেকে কাঁচা অবস্থাতেই ছাল ছাড়িয়ে নিতে হয়। তারপর সেই ছাল শুকিয়ে পাটি বোনা হয়। অনেকক্ষেত্রে সেই ডাল সেদ্ধ করে শুকোতে হয় সাদা হওয়া পর্যন্ত।
advertisement
advertisement
এক একটি পাটি তৈরি করতে  শিল্পীদের যে বিপুল পরিমাণ পরিশ্রম করতে হয়, সেই অনুযায়ী পর্যাপ্ত মুনাফা পান না তাঁরা। তাই এই প্রজন্ম আর ঝুঁকছেন না পাটি শিল্পে। জানা যায়, এক একটি পাটি তৈরি করতে খরচ হয় ৫০০ থেকে ৬০০ টাকা এবং এই পাটিগুলি বাজারে পাইকারি বিক্রি করা হয় ৭০০ থেকে ৮০০ টাকা দামে। এক-একটি পাটি থেকে শিল্পিরা পেয়ে থাকেন মাত্র ২০০ থেকে ২৫০ টাকা। তবে বাজারের ব্যবসায়ীরা শীতলপাটি  বিক্রি করেন ১০০০ টাকা থেকে শুরু করে আরও চড়া দামে।
advertisement
শীতলপাটি তৈরি করার উপযুক্ত বেত সবসময় পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায়, দাম অনেকটাই বেশি। তাই বেশি দামে বেত কিনে সেগুলি দিয়ে পাটি তৈরি করে লাভ করতে পারেন না শিল্পীরা। তাঁদের আবেদন  সরকারি সহায়তার নাহলে হয়তো অচিরেই হারিয়ে যাবে গ্রাম বাংলার এই সনাতনী শিল্প।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Shital Pati: ঔরঙ্গজেবকে শীতলপাটি উপহার দিয়েছিলেন মুর্শিদকুলি খাঁ, কীভাবে তৈরি হয় বাংলার এই পাটি? পড়ুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement