Coochbehar News: বিবেকানন্দর আদর্শের বাণী নিয়ে উত্তরবঙ্গে ঘুরে বেড়াচ্ছে শাশ্বত রথ
- Published by:Ananya Chakraborty
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
বিবেকানন্দর আদর্শ ও বাণী তুলে ধরে যে শাশ্বত রথ বেরিয়েছে তাক মাথাভাঙ্গায় পৌঁছলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
কোচবিহার: স্বামী বিবেকানন্দের আদর্শ যুব সমাজের কাছে পৌঁছে দিতে বের হল শাশ্বত রথ। বিবেকানন্দের মূর্তি ও রথ গোটা উত্তরবঙ্গ প্রদক্ষিণ করছে।
বিবেকানন্দর আদর্শ ও বাণী তুলে ধরে যে শাশ্বত রথ বেরিয়েছে তাক মাথাভাঙ্গায় পৌঁছলে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে সম্পাদক সুধাংশু দাস জানান, এই রথ গোটা উত্তরবঙ্গ প্রদক্ষিণ করে স্বামীজীর আদর্শ প্রচার করছে। বর্তমানে এই রথ মাথাভাঙা শহরে এসে পৌঁছেছে। তাই এই রথকে নিয়ে মাথাভাঙা শহরে শোভাযাত্রা করা হয়। এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল মাথাভাঙা সেবা সদনে।
advertisement
advertisement
এই রথ নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে কোচবিহারের বিভিন্ন প্রান্তে। সুধাংশু দাস আরও জানান, আলোচনা সভা শেষ হওয়ার পর শাশ্বত রথটি শ্রী শ্রী রামকৃষ্ণ সেবা সদনে থাকবে। তারপর আবারও রথকে সুসজ্জিত করে রামকৃষ্ণ সেবা সদন থেকে মাথাভাঙা হয়ে পঞ্চানন মোড় দিয়ে শীতলকুচি হয়ে সিতাইয়ের দিকে নিয়ে যাওয়া হবে। তারপর সিতাই থেকে দিনহাটা এবং চৌধুরীহাট আশ্রমে গিয়ে পৌঁছবে এই রথ। সেখানেও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হবে এবং স্বামী বিবেকানন্দের আদর্শ প্রচার করা হবে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রামকৃষ্ণ সেবা সদনের সমস্ত পদাধিকারী এবং কর্মীদের মধ্যে এবং ভক্তবৃন্দদের মধ্যে প্রচুর উৎসাহ লক্ষ্য করা যায়।
advertisement
সার্থক পণ্ডিত
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2023 10:10 PM IST