Coochbehar News: ঝাঁটা হাতে গ্রামের মহিলাদের প্রতিবাদ মিছিল! দাবি জানলে অবাক হবেন
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কিছুদিন আগে এই এলাকায় একটি নতুন মদের দোকান শুরু হয়েছে। এই মদের দোকানটি বন্ধের দাবিতেই মহিলারা মিছিল করেন। মিছিলে পা মেলানো মহিলাদের দাবি, অবিলম্বে নতুন শুরু হওয়া মদের দোকানটি বন্ধ করতে হবে।
কোচবিহার: নতুন খোলা দোকান বন্ধ করতে হবে! এমনই দাবি তুললেন গ্রামের মহিলারা। আর সেই দাবি নিয়ে মাথাভাঙা-২ ব্লকের ফুলবাড়ি অঞ্চলের খেতি ফুলবাড়ি এলাকায় প্রতিবাদ মিছিলও বের করেন তাঁরা। মিছিল খেতি ফুলবাড়ি বাজার পরিক্রম করে সদ্য তৈরি হওয়া মদের দোকানের সামনে গিয়ে শেষ হয়। ঝাঁটা, প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রায় পাঁচশো মহিলা এই মিছিলে পা মেলান।
স্থানীয় সূত্রে খবর, কিছুদিন আগে এই এলাকায় একটি নতুন মদের দোকান শুরু হয়েছে। এই মদের দোকানটি বন্ধের দাবিতেই মহিলারা মিছিল করেন। মিছিলে পা মেলানো মহিলাদের দাবি, অবিলম্বে নতুন শুরু হওয়া মদের দোকানটি বন্ধ করতে হবে। এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে মদের দোকানের কারণে।
advertisement
advertisement
স্থানীয় পঞ্চায়েত সদস্য রত্না অধিকারী এই বিষয়ে জানান, এলাকার ছোট ছোট শিশু ও মহিলারা এই রাস্তা দিয়েই চলাচল করেন। তাই এখানে মদের দোকান তৈরি করা চলবে না। তাঁর আরও দাবি, এই মদের দোকান তৈরি করার আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কোনরকম অনুমতি নেওয়া হয়নি। বাড়ির পুরুষদের মদ্যপান থেকে বিরত করতে তাঁরা অবিলম্বে এই দোকানের বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
March 02, 2023 8:42 PM IST