Coochbehar News: ফুলের চড়া দামে হিমশিম অবস্থা ক্রেতাদের
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
আবহাওয়ার খামখেয়ালিপনায় বাজারে ফুলের দাম বেড়ে গিয়েছে
কোচবিহার: পুজোর মরশুমে সর্বত্রই ফুলের চাহিদা ঊর্ধ্বমুখী। অন্যান্য জায়গার মতো কোচবিহারেও একই অবস্থা। কিন্তু এবার বর্ষাকাল পেরিয়ে যাওয়ার পরেও বৃষ্টি হতে থাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ফুল চাষ। এরমধ্যেই ছিল গণেশ ও বিশ্বকর্মা পুজো। এই পরিস্থিতিতে চাহিদার থেকে যোগান বেশ কিছুটা কম থাকায় স্বাভাবিকভাবেই বাজারে ফুলের দাম চড়চড় করে বেড়েছে। যা কিনতে গিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ ক্রেতারা।
আরও পড়ুন: কবিগুরুর চন্ডালিকার আদলে তৈরি হচ্ছে মণ্ডপ
এক ধাক্কায় বাজারে ফুলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে বিক্রেতাদের। দুর্গাপুজোর সময় দাম আরও বাড়বে বলে আশঙ্কার কথা শুনিয়েছেন ফুল বিক্রেতারা। কোচবিহারের এক ফুল বিক্রেতা অনিল রাহা জানান, শহরের বিভিন্ন ফুলের বাজারে দাম অত্যন্ত চড়া। দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ক্রেতারা কম ফুল কিনছেন। আবহাওয়া খামখেয়ালিপনার কারণে চাষে ক্ষতি হওয়ায় ফুল চাষিরা এক্ষুণি দাম কমাবেন না বলে তিনি জানান।
advertisement
advertisement
বর্তমানে গাঁদা ফুলের মালা এক একটি প্রায় ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ নিত্যদিন বাড়ির পুজোর জন্য ফুল কিনতে গিয়ে ধাক্কা খাচ্ছে। অনেকেই কম ফুল কিনেছেন, আবার কেউ কেউ ফুল কেনা বন্ধ করে দিয়েছেন। বাড়ির ঠাকুরকে শুধু জল-বাতাসা দিয়েই কাজ সারছে বহুজন।
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2023 6:44 PM IST