Coochbehar News: বাড়িতে বাড়িতে ট্যাপকল বসলেও তা থেকে জল পড়ে না, বাধ্য হয়ে টাকা খরচ করে মেটাতে হচ্ছে তৃষ্ণা
- Published by:kaustav bhowmick
Last Updated:
বাড়িতে বাড়িতে জল সরবরাহের জন্য সরকারের তরফ থেকে ট্যাপ কল বসানো হয়। কিন্তু সেই ট্যাপ কল থেকে এখনও পর্যন্ত জল পড়তে দেখা যায়নি। আবার অনেক বাড়িতে এখনও পর্যন্ত ট্যাপকলও বসেনি।
কোচবিহার: গরম পড়তেই জলের সমস্যা তীব্র আকার ধারণ করেছে। পরিস্থিতি এমনই যে পানীয় জল কিনে খেতে হচ্ছে এলাকার মানুষকে। হলদিবাড়ির বিস্তীর্ণ এলাকাজুড়ে এই জলের সমস্যায় অতিষ্ঠ হয়ে উঠেছে সেখানকার মানুষ।
কোচবিহারের এই এলাকার মানুষের অভিযোগ, জল সঙ্কটের এই কথা বারবার প্রশাসনের কর্তাদের নজরে আনা হয়েছে। কিন্তু কেউই বিষয়টিতে গুরুত্ব দেননি। কিছুদিন আগে বাড়িতে বাড়িতে জল সরবরাহের জন্য সরকারের তরফ থেকে ট্যাপ কল বসানো হয়। কিন্তু সেই ট্যাপ কল থেকে এখনও পর্যন্ত জল পড়তে দেখা যায়নি। আবার অনেক বাড়িতে এখনও পর্যন্ত ট্যাপকলও বসেনি। এই নিয়ে স্থানীয় বাসিন্দা বিমল চন্দ্র রায় বলেন, বহুদিন আগে থেকেই গোটা এলাকায় পানীয় জলের এই সমস্যা চলছে। কিন্তু সমস্যার সমাধানের জন্য কারোর কোনও হেলদোল নেই। এখনও তেমন একটা গরম পড়েনি, কিন্তু তার মধ্যেই জলের সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। যদি দ্রুত এই সমস্যার সমাধান না হয় তবে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানান বিমলবাবু।
advertisement
advertisement
হলদিবাড়ির এই এলাকার বেশিরভাগ মানুষের আর্থিক পরিস্থিতি ভালো নয়। কিন্তু এক প্রকার চাপে পড়ে তাঁরা পানীয় জল কিনতে বাধ্য হচ্ছেন। আবার অনেকে বহুদূর থেকে জল বয়ে নিয়ে আসছেন। সবমিলিয়ে সুষ্ঠভাবে জীবন যাপন করাটাই কঠিন হয়ে উঠেছে এই মানুষগুলোর।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
April 06, 2023 2:53 PM IST