Cooch Behar News: নদী ভাঙনে হারিয়েছেন সর্বস্ব! অন্যের বাড়িতে ঠাঁই, কালপানির মানুষদের এ কী অবস্থা!

Last Updated:

এলাকার বাসিন্দাদের বক্তব্য, "স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তাঁদের। অনেকের তো জব কার্ড হয়নি এখনও পর্যন্ত। সরকারি আবাস যোজনার ঘরের লিস্টে নামও নেই।''

+
নদী

নদী ভাঙনে চলে গিয়েছে সর্বস্ব! আশ্রিত হয়ে রয়েছে অন্যের বাড়িতে! কেমন আছেন সবাই

#মধুপুর: দু'বছর আগে নদীর ভাঙনে হারিয়ে ফেলেছেন জমি ও ভিটে সর্বস্ব! তখন থেকেই তাঁরা আশ্রিত হয়ে রয়েছেন এলাকারই কিছু স্থানীয় মানুষের বাড়িতে। সামনেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে কী জানাচ্ছেন তাঁরা? যাঁরা মধুপুর কালপানি এলাকার নদীর ভাঙনে সবকিছু হারিয়ে ফেলেছেন। কেমন অবস্থায় দিন যাপন করছেন এই স্থানীয় মানুষেরা! দুঃখ এবং দুর্দশার যে আসল চিত্র ফুটে উঠেছে সেখানে তা দেখলে রীতিমতো শিউরে উঠতে হয়।
দীর্ঘ দু'বছর আগে নদী ভাঙনের জেরে এক নিমেষেই রীতিমতো জেরবার হয়ে গিয়েছিল এই সকল মানুষের জীবন। চোখের পলকে শেষ হয়ে গিয়েছিল জীবনের সর্বস্ব। চোখের সামনে নদীর গ্রাসে চলে গিয়েছিল আবাদি জমি ও বসত ভিটে। তখন থেকেই এলাকার কিছু স্থানীয় মানুষের বাড়িতে আশ্রয় নিতে হয়েছে তাঁদের।
advertisement
advertisement
এখনও পর্যন্ত নদী ভাঙনের সময় খালি একটি ত্রিপল আর কিছু বস্তা চাল ছাড়া সরকারি সাহায্য কিছুই জোটেনি। দীর্ঘ সময় ধরে বহু প্রশাসনিক স্তরের কর্তারা এলাকা পরিদর্শনে এসেছেন। প্রতিশ্রুতিও দিয়েছেন। তবুও মেরামত হয়নি। নতুন করে তৈরি করা হয়নি নদী বাঁধের অংশ। বর্তমান সময়ে এই মানুষেরা সরকারি সাহায্য কিংবা নতুন করে পুনর্বাসনের দাবি জানাচ্ছেন।
advertisement
এলাকার বাসিন্দাদের বক্তব্য, "স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কোনও রকমের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না তাঁদের। অনেকের তো জব কার্ড হয়নি এখনও পর্যন্ত। সরকারি আবাস যোজনার ঘরের লিস্টে নামও নেই। অনেকের তো জব কার্ডের নাম পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই সমস্ত মানুষের ভবিষ্যৎ দিনের বাঁচার লড়াই আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।"
advertisement
তবে এই সমস্ত বিষয় নিয়ে কোনও রকমের উদ্যোগ নিতে নারাজ প্রশাসনিক স্তরের কর্তাদের পাশাপাশি স্থানীয় এলাকার নেতৃত্বরাও। তবে হাল ছাড়তে নারাজ এই মানুষেরাও। বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন সকলে মিলে।
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: নদী ভাঙনে হারিয়েছেন সর্বস্ব! অন্যের বাড়িতে ঠাঁই, কালপানির মানুষদের এ কী অবস্থা!
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement