Cooch Behar News: বর্ষায় ফুঁঁষে উঠবে নদী, সেতু না হওয়ায় ভোটের আগে ফুঁসছে মানুষ‌ও

Last Updated:

কোচবিহারের ধরলা নদীর উপর বাঁশের অস্থায়ী সেতুর উপর দিয়ে বছরের পর বছর চলছে পারাপার। এতদিনেও স্থায়ী সেতু তৈরি না হওয়ায় ক্ষুব্ধ গ্রামবাসীরা

+
title=

কোচবিহার: দীর্ঘ সময় ধরে অস্থায়ী বাঁশের সাঁকোর উপর দিয়েই নদী পারাপার চলছে হাসানের ঘাট এলাকায়। ফলে বিপদ মাথায় নিয়েই প্রতিদিন যাতায়াত করতে হয় এখানকার মানুষকে। অভিযোগ, বহুবার প্রশাসনের কাছে স্থায়ী সেতুর দাবি জানালেও কাজের কাজ কিছু হয়নি। এদিকে বর্ষা এলেই ভোগান্তি বাড়ে শীতলকুচির এই এলাকার বাসিন্দাদের। নদীর জল বেড়ে যাওয়ায় তখন আর বাঁশের সাঁকোর উপর দিয়ে নদী পারাপার করা সম্ভব হয় না। ফলে প্রচণ্ড সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। অনেকটা ঘুর পথ দিয়ে যেকোনও কাজে যেতে বাধ্য হন তাঁরা। পঞ্চায়েত নির্বাচনের আগে এই স্থায়ী সেতু তৈরি না হওয়ার বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ এলাকার মানুষ।
এলাকাবাসীর এই ক্ষোভ প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান আব্দুল গনি বলেন, সিতাই ও শীতলকুচির বিস্তীর্ণ এলাকার মানুষ এই বাঁশের সাঁকো ব্যবহার করেই নদী পার হয়ে মাথাভাঙায় যান। বর্ষার সময় তাঁদের অনেকটা ঘুর পথে চলতে হয়। তিনিও জানান, বারবার উপরমহলে স্থায়ী সেতু তৈরি করার আবেদন জানালেও সেখান থেকে কোন‌ও সাড়া আসেনি।
advertisement
advertisement
সামনে শুধু পঞ্চায়েত নির্বাচন নয়, উত্তরবঙ্গে ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আর কয়েকদিনের মধ্যেই ধরলা নদী বর্ষার জলে পুষ্ট হয়ে ফুঁসে উঠবে। তখন আবার চলাচল বন্ধ হয়ে যাবে। সেই সম্ভাব্য দুর্ভোগের কথা মাথায় রেখেই এলাকাবাসীর একটাই প্রশ্ন, আর কবে এই দাবি মেনে নেবে প্রশাসন?
advertisement
সার্থক পণ্ডিত
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বর্ষায় ফুঁঁষে উঠবে নদী, সেতু না হওয়ায় ভোটের আগে ফুঁসছে মানুষ‌ও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement