Panchayet Area Problem: সামনেই পঞ্চায়েত নির্বাচন! কী পেল আর কী পেল না এ গ্রামের মানুষ? র‌ইল হালহকিকত

Last Updated:

Panchayet Area Problem: সাধারণ মানুষের একাংশের বক্তব্য, 'গোটা এলাকায় উন্নয়নের কাজ হয়নি বললেই চলে।' দীর্ঘ সময় ধরে গোটা এলাকার রাস্তার একেবারেই বেহাল দশা। এছাড়াও গোটা এলাকায় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সব মিলিয়ে প্রচুর কষ্টে দিন কাটছে এই এলাকার মানুষদের।

+
পঞ্চায়েত

পঞ্চায়েত নির্বাচন হালহকিকত

দিনহাটা: গোটা এলাকায় উন্নয়নের কাজকর্মের নিরিখে যথেষ্টই পিছিয়ে রয়েছে নান্দিনা ভিতরকুঠি এলাকা। গোটা এলাকায় ঘুরে এবং সাধারণ মানুষের কাছে প্রশ্ন করে যা জানতে পারা গেল তার রীতিমতো চমকে দেবে সকলকে। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, গোটা এলাকায় উন্নয়নের কাজ হয়নি বললেই চলে। দীর্ঘ সময় ধরে গোটা এলাকার রাস্তার একেবারেই বেহাল দশা।
এছাড়াও গোটা এলাকায় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। সব মিলিয়ে প্রচুর কষ্টে দিন কাটছে এই এলাকার মানুষদের। তবে ভোট আসে ভোট যায়। এলাকার আম জনতার পরিস্থিতির কোনো রকম পরিবর্তন হতে দেখা যায় না। শুধুমাত্র মুনাফা লুটতে দেখা যায় নেতা-নেত্রীদের। এমনটাই জানাচ্ছেন এলাকার স্থানীয় মানুষেরা। তবে ভোটের আগে এলাকার উন্নয়নমূলক কাজকর্ম শুরু করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় মানুষেরা।
advertisement
advertisement
বর্তমান সময়ে কোচবিহারের অন্যান্য গ্রাম পঞ্চায়েতের থেকে এর চিত্র খুব একটা আলাদা নয়। তবে গ্রামবাসীদের একাংশের অভিযোগ, বারংবার পঞ্চায়েতের কাছে রাস্তা সংস্কার ও পানীয় জলের ব্যবস্থার জন্য আবেদন জানানো হলেও তিনি কোন রকম কর্ণপাত করেননি।" তবে সামনেই রয়েছে পঞ্চায়েত ভোট। তবে তার আগে যদি কোন রকম উন্নয়নমূলক কাজ শুরু না করা হয়। তবে এলাকার মানুষেরা ভোট বয়কট করতে পারেন। এমনটাই চিন্তাভাবনা শুরু করেছেন এলাকার অধিকাংশ মানুষ। তবে সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা কিছুটা হলেও এই মানুষদের দোরগোড়ায় এসে পৌঁছেছে। তাই স্থানীয় মানুষদের মধ্যে ক্ষোভের পরিমাণ কিছুটা হলেও কম রয়েছে সেই কারণে।
advertisement
তবে বেশিদিন এই হোক কম থাকা সম্ভব নয়। রাস্তার ও জলের পরিস্থিতি যেভাবে ক্রমাগত অবনতির পথে এগোচ্ছে। তার জেরে নিত্য ভোগান্তি পোহাতে হচ্ছে গোটা এলাকার স্থানীয় মানুষদের। দীর্ঘ সময় ধরে এই কষ্ট বুকে চেপেই তাঁরা বসবাস করছেন এই এলাকায়। তবে সমস্ত সহ্যের একটি সীমা থাকে। সেই ধৈর্যের সীমার বাঁধ ভেঙ্গে গেলে চাপের মুখে পড়তে হবে পঞ্চায়েতকে। এমনটাও জানিয়েছেন এলাকার স্থানীয় মানুষেরাই। তাই বর্তমান সময়ের পরিস্থিতি অনুযায়ী। যদি দ্রুত পঞ্চায়েত এলাকার উন্নয়নমূলক কাজকর্ম শুরু করতে না পারে। তাহলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কিছুটা হলেও চাপের মুখে পড়তে হবে এই এলাকার পঞ্চায়েতকে।"
advertisement
সার্থক পণ্ডিত
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Panchayet Area Problem: সামনেই পঞ্চায়েত নির্বাচন! কী পেল আর কী পেল না এ গ্রামের মানুষ? র‌ইল হালহকিকত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement