Coochbehar News: হাম-রুবেলার টিকাকরণে খুশি অভিভাবকরা
- Published by:Kaustav Bhowmick
- news18 bangla
Last Updated:
হাম-রুবেলের টিকাকরণ চলছে রাজ্যজুড়ে। ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের বিনামূল্যে দেওয়া হচ্ছে এই টিকা। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও
#কোচবিহার: রাজ্যজুড়ে চলছে হাম ও রুবেলার টিকাকরণ কর্মসূচি। ৯ জানুয়ারি বাংলার প্রতিটি জেলায় এই বিশেষ টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। ৯ মাস বয়সের শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের এই টিকা দেওয়া হচ্ছে। কোচবিহার জেলাতেও সফলভাবে চলছে হাম ও রুবেলার টিকাকরণ অভিযান। সরকারি উদ্যোগে বিনামূল্যে এই বিশেষ টিকাকরণ অভিযান ঘিরে খুশি সাধারণ মানুষ।
বৃহস্পতিবার জেলার বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে বামনহাট বাজার সংলগ্ন একটি বেসরকারি স্কুলে হাম ও রুবেলার টিকাকরণ শিবির হয়। এই টিকা নিতে নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকার পড়ুয়া ভিড় জমিয়েছিল। তাদের সঙ্গে এসেছিলেন অভিভাবকরা। তাঁরা সরকারি এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।
এই টিকাকরণ শিবির সম্পর্কে ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, "আমাদের স্কুলে প্রায় চারশো ছাত্র-ছাত্রী রয়েছে। তবে আজ ২৬৫ জন ছাত্র-ছাত্রী (যাদের বয়স ৩ বছর থেকে ১১ বছরের মধ্যে) তারা টিকা নিয়েছেন।" এই টিকাকরণ শিবিরে উপস্থিত ছিলেন বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা। এই টিকাকরণ কর্মসূচির বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক কেশবচন্দ্র রায় বলেন, "এদিন সুষ্ঠভাবেই গোটা টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রায় ২৬৫ জন ছাত্র-ছাত্রীকে টিকা দেওয়া হয়।"
advertisement
advertisement
আগামী দিনেও এই টিকাকরণ কর্মসূচি চলবে বলে ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে। পরবর্তীতে এলাকার অন্যান্য স্কুলেও এই কর্মসূচি আয়োজন করা হবে। উল্লেখ্য, করোনার পর ভারতে শিশুদের মধ্যে হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা অনেকটাই বেড়েছে। তবে বাংলার জন্য সবচেয়ে আশঙ্কার বিষয় হল, দেশে যত শিশু হাম ও রুবেলা ভাইরাসে আক্রান্ত হয় তার প্রায় অর্ধেকই এই রাজ্যের। সেই পরিস্থিতি বদলাতেই এই বিশেষ টিকাকরণ কর্মসূচি নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
January 12, 2023 9:37 PM IST