Saraswati Puja: সরস্বতী বানাচ্ছেন সরস্বতী! বারুইপুরে এ যেন 'নেমসেকের' খেলা

Last Updated:

সরস্বতী প্রতিমা গড়ছেন সরস্বতী! গুলিয়ে গেল? পুরোটা জানতে প্রতিবেদনের গভীরে যেতেই হবে

+
সরস্বতী

সরস্বতী

#দক্ষিণ ২৪ পরগনা: আর কয়েক দিনের অপেক্ষা। দরজায় কড়া নাড়ছে সরস্বতী পুজো। এখন জোর কদমে চলছে প্রতিমা তৈরীর কাজ। করোনার জন্য গত দু'বছর সরস্বতী প্রতিমার চাহিদা অনেকটা কমেছিল। কিন্তু এই বছর আবার চাহিদা ফিরেছে। ফলে নাওয়া খাওয়া ভুলে দিবারাত্র কাজে ব্যস্ত প্রতিমা শিল্পীরা। ঠিক এই সময়‌ই আমরা এক সরস্বতীর সন্ধান পেলাম, যিনি তৈরি করছেন দেবীর সরস্বতীর প্রতিমা!
না, খুব মেধাবী কোন‌ও ছাত্রী অতিরিক্ত গুণ হিসেবে সরস্বতী প্রতিমা তৈরি করছেন বিষয়টা এমন নয়। আমরা যার কথা বলছি তাঁর নাম‌ই হল সরস্বতী, তিনি সরস্বতী মণ্ডল। তিনি একজন পেশাদার পটুয়া। আর পাঁচজন প্রতিমা শিল্পীর মতোই বারুইপুরের টোটোপাড়ার সরস্বতী মণ্ডল এই মুহূর্তে বাগদেবীর প্রতিমা তৈরিতে চরম ব্যস্ত।
সরস্বতীর স্বামীও একজন দক্ষ প্রতিমা শিল্পী। তিনি দুর্গা ও কালী প্রতিমা তৈরি করেন। সেই সময় স্ত্রী সরস্বতী তাঁর হেল্পার হিসেবে কাজ করেন। তবে সরস্বতী প্রতিমা তৈরীর ক্ষেত্রে উল্টোটা হয়ে যায়। এক্ষেত্রে স্বামী‌ই সরস্বতীকে সাহায্য করেন। সরস্বতী মণ্ডল বাজারের চাহিদা দেখে এই বছর সংখ্যায় অনেক বেশি প্রতিমা বানিয়েছেন। তাঁর কাজও প্রায় শেষের মুখে। ইতিমধ্যেই বারুইপুরের নানান প্রান্ত থেকে লোকজন এসে তার প্রতিমা কেনার জন্য ভিড় করছে।
advertisement
advertisement
এই বছর ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন সরস্বতী পুজো হবে। ফলে হাতে আর দু'সপ্তাহ সময়‌ও নেই। তাই এখন স্কুল-কলেজ থেকে শুরু করে পাড়ায় পাড়ায় সরস্বতী পুজোর প্রস্তুতি একেবারে তুঙ্গে উঠেছে। এই বছর করোনার দাপট তেমন একটা না থাকায় সকলেই অনেকটা খোলা মনে সরস্বতী পুজোর আনন্দে মেতে উঠতে পারবেন। তারই প্রস্তুতি পর্বে নজর কাড়লেন বারুইপুরের এই সরস্বতী!
advertisement
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণ ২৪ পরগনা/
Saraswati Puja: সরস্বতী বানাচ্ছেন সরস্বতী! বারুইপুরে এ যেন 'নেমসেকের' খেলা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement