Coochbehar News: বাড়িওয়ালার ভূমিকায় পুরসভা! ভাড়া না পেয়ে দোকানে ঝোলালো তালা
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
বৃহস্পতিবার সকালে বকেয়া ভাড়া আদায়ের লক্ষ্যে মাথাভাঙার বিভিন্ন দোকানে অভিযান শুরু করেন পুরসভার আধিকারিকরা।
কোচবিহার: বাড়িওয়ালার ভূমিকায় মাথাভাঙা পুরসভা। ভাড়া না পেয়ে বাড়িওয়ালাদের মতোই পুরসভাও বন্ধ করে দিল বেশ কিছু দোকান। যা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চারটি দোকানের দরজায় তালা দিয়ে দেওয়া হয় মাথাভাঙা পুরসভার পক্ষ থেকে।
বৃহস্পতিবার সকালে বকেয়া ভাড়া আদায়ের লক্ষ্যে মাথাভাঙার বিভিন্ন দোকানে অভিযান শুরু করেন পুরসভার আধিকারিকরা। ভাড়া বাকি থাকায় দুটি স্টলের মালিকদের চিঠি ধরান পুরসভার প্রধান লক্ষ্যপতি প্রামাণিক। তার পরেও ওই স্টল মালিকরা ভাড়া না মেটানোয় বৃহস্পতিবার পুরসভার আধিকারিকরা তাদের দোকানে তালা দিয়ে দেন।
advertisement
advertisement
ভাড়া আদায়ের লক্ষ্যে এই অভিযান প্রসঙ্গে মাথাভাঙার পুরপ্রধান লক্ষ্যপতি প্রামাণিক বলেন, কিছু কিছু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ভাড়া মেটাচ্ছেন না। তাঁদের একটি তালিকা তৈরি করা হয়েছে। চিঠি দিয়ে সতর্ক করা হলেও তাঁরা কোনরকম উদ্যোগ নেননি। তাই বকেয়া ভাড়া আদায়ের লক্ষ্যে এই অভিযান চালানো হয়। ভাড়া মিটিয়ে দিলে সিল করে দেওয়া দোকানগুলি আবার খুলে দেওয়া হবে বলে জানান পুরপ্রধান।
advertisement
ভাড়া না মেটানোয় বৃহস্পতিবার মৃন্ময় সাহা নামে এক ব্যবসায়ীর দোকানে তালা দিয়ে দেন মাথাভাঙা পুরসভার কর্মীরা। বিপাকে পড়ে ওই ব্যবসায়ী বলেন, আচমকাই পুরসভার পক্ষ থেকে এভাবে দোকান বন্ধ করে দেওয়ায় তিনি সমস্যায় পড়েছেন। দোকানে তালা না দিতে পুরসভার আধিকারিকদের অনুরোধ করেছিলেন বলে জানান ওই ব্যবসায়ী। কিন্তু তাঁরা কথা শোনেননি। এর ফলে দোকানে রাখা কাঁচামাল নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা। একমাত্র উপার্জনের পথ বন্ধ হয়ে যাওয়ায় কি করে সংসার চালাবেন তা ভেবে উঠতে পারছেন না বলে জানান মৃন্ময়বাবু।
advertisement
সার্থক পণ্ডিত
Location :
Kolkata,West Bengal
First Published :
June 09, 2023 12:15 AM IST