River Dam Erosion: টানা বৃষ্টিতে মানসাই নদী বাঁধে ভাঙন! চিন্তায় ঘুম উড়েছে স্থানীয়দের
- Reported by:Sarthak Pandit
- hyperlocal
- Published by:Purnendu Mondal
Last Updated:
ফুঁসছে মানসাই নদী। বাঁধে যদি কোনও কারণে ফাটল দেখা দেয় হু হু করে নদীর জল ঢুকেবে। আতঙ্কে স্থানীয় মানুষেরা।
কোচবিহার: নিশিগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা। এই এলাকার পাশ দিয়েই বয়ে গিয়েছে মানসাই নদী। বেশ কিছুটা সময় ধরে এই এলাকার মানসাই নদীর বাঁধের বেহাল দশা। বাঁধের বেশ কিছুটা অংশে ভাঙন দেখা গিয়েছে। চলতি বছরে এই ভাঙন আরও কিছুটা বৃদ্ধি পাওয়ায় কারণে চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় মানুষদের।
এলাকার এক বাসিন্দা দুলাল বিশ্বাস জানান,”দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে নদী বাঁধের একেবারেই কাছে চলে এসেছে নদী। ফলে ভাঙন হয়েই চলেছে ক্রমাগত। বর্তমানে বেশ কিছু বাঁশের খাঁচা বসানো হয়েছে নদীর ভাঙন রোধ করতে। কিন্তু তাতে বাঁধ মানছে না নদীর জল।”
আরও পড়ুন:রাতে বালিশের নীচে এক টাকার কয়েন বা কয়েকটি এলাচ রেখে দেখুন, সকালে নিজেকেই নিজে চিনতে পারবেন না
advertisement
advertisement
এলাকার বাসিন্দা জয়া বিশ্বাস জানান,”এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০টির বেশি পরিবার বসবাস করে। নদী বাঁধের কারণে কিছুটা হলেও আশ্বস্ত রয়েছেন তাঁরা। তবে যদি কোনোও কারণে নদীর বাঁধে ফাটল দেখা দেয়। তবে নদীর জল এলাকায় ঢুকে পড়বে।” যেকোনও সময় নদীর জল ঢুকে বানভাসি হওয়া সম্ভাবনা রয়েছে এলাকার মানুষদের। তাই তাঁরা চান দ্রুত এই নদী বাঁধের সংস্কার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Sarthak Pandit
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 16, 2024 3:12 PM IST






