River Dam Erosion: টানা বৃষ্টিতে মানসাই নদী বাঁধে ভাঙন! চিন্তায় ঘুম উড়েছে স্থানীয়দের

Last Updated:

ফুঁসছে মানসাই নদী। বাঁধে যদি কোনও কারণে ফাটল দেখা দেয় হু হু করে নদীর জল ঢুকেবে। আতঙ্কে স্থানীয় মানুষেরা।

+
ভাঙনের

ভাঙনের ক্ষতির মুখে মানসাই নদীর বাঁধ

কোচবিহার: নিশিগঞ্জ ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা। এই এলাকার পাশ দিয়েই বয়ে গিয়েছে মানসাই নদী। বেশ কিছুটা সময় ধরে এই এলাকার মানসাই নদীর বাঁধের বেহাল দশা। বাঁধের বেশ কিছুটা অংশে ভাঙন দেখা গিয়েছে। চলতি বছরে এই ভাঙন আরও কিছুটা বৃদ্ধি পাওয়ায় কারণে চিন্তায় ঘুম উড়েছে স্থানীয় মানুষদের।
এলাকার এক বাসিন্দা দুলাল বিশ্বাস জানান,”দীর্ঘ বেশ কিছুটা সময় ধরে নদী বাঁধের একেবারেই কাছে চলে এসেছে নদী। ফলে ভাঙন হয়েই চলেছে ক্রমাগত। বর্তমানে বেশ কিছু বাঁশের খাঁচা বসানো হয়েছে নদীর ভাঙন রোধ করতে। কিন্তু তাতে বাঁধ মানছে না নদীর জল।”
advertisement
advertisement
এলাকার বাসিন্দা জয়া বিশ্বাস জানান,”এলাকায় প্রায় ৪০০ থেকে ৫০০টির বেশি পরিবার বসবাস করে। নদী বাঁধের কারণে কিছুটা হলেও আশ্বস্ত রয়েছেন তাঁরা। তবে যদি কোনোও কারণে নদীর বাঁধে ফাটল দেখা দেয়। তবে নদীর জল এলাকায় ঢুকে পড়বে।” যেকোনও সময় নদীর জল ঢুকে বানভাসি হওয়া সম্ভাবনা রয়েছে এলাকার মানুষদের। তাই তাঁরা চান দ্রুত এই নদী বাঁধের সংস্কার।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
River Dam Erosion: টানা বৃষ্টিতে মানসাই নদী বাঁধে ভাঙন! চিন্তায় ঘুম উড়েছে স্থানীয়দের
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement