কোচবিহার রাজবাড়ির ঐতিহ্য, রাজ আমলের রীতি মেনে মদনমোহন বাড়িতে বিষহরি পুজো

Last Updated:

Cooch behar Madanmohan House with great enthusiasm: জেলা শহর কোচবিহারে দীর্ঘদিন ধরেই পুজো হয়ে আসছে মা মনসার। কোচবিহার মদনমোহন বাড়ি স্থাপন হওয়ার পর থেকে এই পুজোর আসর রাজবাড়ি থেকে নিয়ে আসা হয় কোচবিহার মদনমোহন বাড়িতে।

+
title=

#কোচবিহার: জেলা শহর কোচবিহারে দীর্ঘদিন ধরেই পুজো হয়ে আসছে মা মনসার। এই পুজো কোচবিহার রাজবাড়িতে হয়ে আসতো রাজ আমলের শুরুর সময় থেকেই। পরবর্তী সময় এই বিষহরি পুজো হতো কোচবিহারের ডাঙরাই মন্দির বা রাজমাতা মন্দিরে। কিন্তু কোচবিহার মদনমোহন বাড়ি স্থাপন হওয়ার পর থেকে এই আসর বসে কোচবিহার মদনমোহন বাড়িতে। কোচবিহারের রাজ ঐতিহ্য এবং পরম্পরায় মনসা দেবী বিষহরি রূপে পূজিত হন। তাই এ বছরও দীর্ঘ বছর পুরনো বিষহরি পুজোর সূচনা করা হল।
কোচবিহারের মনসা বিষহরি পুজোয় রীতি আছে বিষহরি পালাগান করার। মূলত রাজবংশী মানুষেরা এই পালাগান গুলি করে থাকেন। তবে প্রায় দু'বছর করোনা অতিমারীর কারণে হয়নি এই পালাগান। তাই দুই বছর পর সব কিছু স্বাভাবিক থাকায় মদনমোহন মন্দিরে মনসা পুজোয় বসতে চলেছে ঐতিহ্যবাহী বিষহরি পালা গানের আসর। চারদিন ধরে মদনমোহন মন্দির চত্বরে ওই পালা গানের আসর চলবে। বিভিন্ন জায়গায় ওই পালাগান যাঁরা করবেন ইতিমধ্যে তাঁদের খোঁজ শুরু করেছে দেবত্র ট্রাস্ট কর্তৃপক্ষ।
advertisement
কোচবিহার মদনমোহন বাড়ির গুগল ম্যাপ লিঙ্ক: 
advertisement
কোচবিহার মদনমোহন বাড়ি। কোচবিহার মদনমোহন বাড়ি।
আরও পড়ুন: সুকন্যাকে জেরা করতে অনুব্রতর বাড়িতে CBI, বেরিয়ে এলেন মাত্র ১০ মিনিটেই! বাড়ছে রহস্যে
কোচবিহার মদনমোহন মন্দিরের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী বলেন, "করোনার কারণে গত দু'বছর মনসা পুজো হলেও ঐতিহ্যবাহী বিষহরি পালাগানের আসর বসেনি। মনসা পুজো দীর্ঘ বহু বছর বছরের পুরানো। মদনমোহন মন্দির তৈরি হওয়ার আগে এই পুজো ডাঙরাই মন্দিরে হত। চারদিন ধরে এই পুজো হয়। এই পুজোতে মন্দিরের মালি অমর কুমার দেব চাঁদ সওদাগর রূপে বংশ পরম্পরায় বাঁ হাতে দেবী মনসাকে পুজো দিয়ে আসছেন। রাজ আমল থেকে এই প্রথা চলে আসছে। ভেটাগুড়ির শোলা শিল্পী ধীরেন্দ্র মালাকার বংশ পরম্পরায় মন্ডুষ তৈরি করে আসছেন। ১৮ ফুট সেই মন্ডুষটিতে চাঁদ সওদাগরের কাহিনী, বেহুলা-লখীন্দরের কাহিনী-সহ তুলে ধরা হয়। পাশাপাশি, চারদিন ধরে পুজোতে চলবে ঐতিহ্যবাহী বিষহরি পালাগানের আসর। লুপ্তপ্রায় এই গানের আসরে ভিড় জমান কোচবিহারের স্থানীয় বহু মানুষ।"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
কোচবিহার রাজবাড়ির ঐতিহ্য, রাজ আমলের রীতি মেনে মদনমোহন বাড়িতে বিষহরি পুজো
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement