Madhyamik Exam Tips: মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে বাজিমাত করতে গেলে মেনে চলুন এই সহজ টিপসগুলি

Last Updated:

বেশিরভাগ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংক বিষয় নিয়ে ভয়ের মধ্যে থাকেন। তবে অংক বিষয়েও ভালো নাম্বার পাওয়া খুব সহজেই সম্ভব। সেই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন বিবেকানন্দ বিদ্যাপীঠের অংকের শিক্ষক সৌমেন সাহা। 

+
টিপস-

টিপস- মাধ্যমিকের অঙ্ক

কোচবিহার: বেশিরভাগ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় অংক বিষয় নিয়ে ভয়ের মধ্যে থাকেন। তবে অংক বিষয়েও ভালো নাম্বার পাওয়া খুব সহজেই সম্ভব। সেই বিষয়ে কি জানাচ্ছেন বিবেকানন্দ বিদ্যাপীঠের শিক্ষক সৌমেন সাহা। সৌমেন সাহা মহাশয় জানাচ্ছেন, \"বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থী অংক বিষয় নিয়ে একটি ভীতির মধ্যে থাকে। তবে অংক বিষয় নিয়ে ভয় পাওয়ার কোন কারণ নেই।
অন্যান্য বিষয় থেকে অংকতে নম্বর তোলা অনেক বেশি সহজ। সামান্য কিছু পদ্ধতি অবলম্বন করে চললেই অংকতে সম্পূর্ণ নম্বর পেতে পারে যেকোনো ছাত্রছাত্রী। প্রথমত, টেস্ট পেপারের অংক বিষয়ের প্রত্যেকটি পেজ কভার করতে হবে। দ্বিতীয়ত, অংক বিষয়ের নির্দিষ্ট টপিক ধরে ধরে কভার করতে হবে।
কোন নির্দিষ্ট টপিকের ওপর টেস্ট পেপার এর মধ্যে যতগুলি অংক রয়েছে তা একটি জায়গায় পরপর করে ফেলতে হবে। যদি কোন অংক না করতে পারে কেউ। তাহলে সেই অংক শিক্ষকের কাছ থেকে দেখে নিতে হবে ভালো করে। অংক বিষয়ে নম্বর তোলা খুব সহজ। শুধুমাত্র বাড়িতে প্র্যাকটিস করা অংকগুলিকে মনে রেখে সেই অনুযায়ী করতে হবে।
advertisement
advertisement
কোন পরীক্ষার্থী যদি টেস্ট পেপারকে সম্পূর্ণ কভার করতে পারে তাহলে তার অংক বিষয় বেশ ভালোই নাম্বার আসবে। এছাড়া টেস্ট পেপার সমাধান করার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের অংকের প্রতি ভীতি দূর হবে ও মনোবল বাড়বে। তবে নার্ভাস হয়ে গেলে একদম চলবে না। সাহস রাখতে হবে মনের মধ্যে। কোন অংক না পারলে ভয় পেলে চলবে না।
advertisement
আরও পড়ুন: Rain Forecast 2023: ঠান্ডা যায়নি, আবহাওয়ার ভোলবদল! ২৩-২৭ জানুয়ারি বৃষ্টিপাতের সতর্কতা, Cold Wave হাড় কাঁপাবে
নিজেদের পছন্দের টপিক গুলিকে টার্গেট করে আগে শেষ করতে হবে। এবং সেই টপিক গুলিতে নিজেদের পারদর্শী করে তুলতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাওয়া যায় টেস্ট পেপারের মধ্যে যে সমস্ত অংক থাকে তার মধ্যেই আসে। কারণ বোর্ড এর প্রথম পরীক্ষা এই মাধ্যমিক পরীক্ষা।
advertisement
আরও পড়ুন: Birbhum Arrest: নাটকীয় কায়দায় যাত্রী বোঝাই বাস দাঁড় করিয়ে গ্রেফতার আগ্নেয়াস্ত্র কারবারি
তাই সেই কারণে ছাত্র-ছাত্রীদের ভীতির কথা মাথায় রেখে খুব একটা বেশি কঠিন অংক পরীক্ষা দেওয়া হয় না। তাই এক বছরের টেস্ট পেপার সম্পূর্ণ কভার করতে পারলে আত্মবিশ্বাস যেমনি বাড়ে ঠিক তেমনি অংকের কমন পড়ার সম্ভাবনাও অনেকটাই বেড়ে ওঠে। সব মিলিয়ে ছাত্র-ছাত্রীদের পরীক্ষায় বসার আগে থেকে মানসিকভাবে বেশি প্রস্তুত থাকতে হবে।"
advertisement
Sarthak Pandit
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Madhyamik Exam Tips: মাধ্যমিক পরীক্ষায় অঙ্কে বাজিমাত করতে গেলে মেনে চলুন এই সহজ টিপসগুলি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement