Cooch Behar News: বৃষ্টি হলেই চরম ভোগান্তি! জীবন অতিষ্ট হয়ে উঠছে, ক্ষোভ এলাকাবাসীর

Last Updated:

Cooch Behar News: জল জমে থাকার ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের। জল আটকে থাকার ফলে চাষ করা জমির ও ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে বৃষ্টি আসলেই এই এক পরিস্থিতির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের।

+
ব্যাপক

ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন হয়ে সমস্যায় নিশিগঞ্জ ১ নং এলাকার মানুষ!

নিশিগঞ্জ: বিগত বেশ কয়েকদিনের ব্যাপক বৃষ্টির জেরে ভাসছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। এবারে সেই একই ছবি দেখা গেল কোচবিহারের নিশিগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায়। জল জমে থাকার ফলে ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় মানুষদের। জল আটকে থাকার ফলে চাষ করা জমির ও ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে দীর্ঘ সময় ধরে বৃষ্টি আসলেই এই এক পরিস্থিতির শিকার হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বারবার এই সমস্যা সমাধানের আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি বলেই জানাচ্ছেন এলাকার মানুষেরা। দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও প্রকার নিকাশি ব্যবস্থা তৈরি করা হয়নি গোটা এলাকায়। বর্তমানে  রীতিমতো ক্ষুব্ধ হয়ে রয়েছেন গোটা এলাকার মানুষ।
এলাকার এক স্থানীয় বাসিন্দা কল্পনা বর্মন জানান, ‘প্রায় ৪০ বছর আগে বিয়ে হয়ে এসেছিলেন এই এলাকায়। তবে তখন থেকেই দেখছেন এই এক পরিস্থিতি। সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে গোটা এলাকা। তবে দীর্ঘ সময় পরেও এই ভোগান্তির অবসান হয়নি। বাড়ি থেকে বেরোতে হলে বৃষ্টির নোংরা জমা জল পেরিয়ে চলাচল করতে হয়। বারবার এই বিষয় নিয়ে স্থানীয় পঞ্চায়েতের কাছে আবেদন জানানো হয়েছে। তবে এই সমস্যা সমাধান হয়নি বিন্দুমাত্র। গোটা এলাকায় জল নিকাশি ব্যবস্থা আজও তৈরি করা হয়নি। তার মতন এলাকার অন্যান্য মানুষদেরও ব্যাপক ভোগান্তি পোহাতে হয় বৃষ্টির মরশুম এলেই। তাই তিনি অভিযোগ করেন স্থানীয় প্রশাসনিক স্তরের কর্তাদের বিরুদ্ধে।’
advertisement
advertisement
আরও পড়ুন: পাওয়া যাবে তো ইলিশ? দিঘায় সমুদ্রে বিরাট শোরগোল! মৎস্যজীবীরা যা নিয়ে ফিরলেন!
এলাকার অন্য একজন বাসিন্দা সুবল বর্মন জানান, ‘বিগত বেশ কিছুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে। তাতে গোটা এলাকা থেকে জল বিন্দুমাত্র নামতেই চাইছে না। চলাচল করতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে গ্রামের অধিকাংশ মানুষদের। দীর্ঘ সময় ধরে এই গ্রামের জল নিকাশি ব্যবস্থা নেই বিন্দুমাত্র। সেই জন্য বহুবার আবেদন জানানো হয়েছিল। তবে তাঁদের আবেদনে বিন্দুমাত্র কর্ণপাত করেনি স্থানীয় প্রসাশনিক স্তরের কর্তারা।’ আরেক স্থানীয় বাসিন্দা আরতি বর্মন জানান, ‘এলাকার মানুষেরা বর্তমান সময়ে রীতিমত ক্ষুব্ধ হয়ে রয়েছে স্থানীয় প্রশাসনিক স্তরের কর্তাদের ওপর। যেভাবে দিনের পর দিন এই রকম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার জেরে জীবন অতিষ্ট হয়ে উঠেছে এলাকার মানুষের। তাই এই সমস্যা থেকে দ্রুত মুক্তি চায় এলাকার মানুষ।’
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Cooch Behar News: বৃষ্টি হলেই চরম ভোগান্তি! জীবন অতিষ্ট হয়ে উঠছে, ক্ষোভ এলাকাবাসীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement